চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝে ইংল্যান্ডের ক্যাপ্টেন্সি ছাড়লেন জস বাটলার। মিনি বিশ্বকাপের গ্রুপ পর্বে ইংলিশব্রিগেডের ব্যর্থতার দায় নিজের কাঁধে নিলেন বাটলার। উপমহাদেশে ইংল্যান্ড ক্রিকেট টিমের ধারাবাহিক ব্যর্থতা নিয়ে চলছে সমালোচনা। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ লিগ থেকে ইংল্যান্ড ছিটকে যাওয়ায় বাটলারের নেতৃত্ব প্রশ্নের মুখে পড়েছিল। নাসির হুসেনের মতো প্রাক্তন তারকা বাটলারের বদলে নতুন ক্যাপ্টেন চাইছিলেন। এ বার বাটলার নিজেই ঘোষণা করলেন আর ইংল্যান্ডের হয়ে ওডিআই এবং টি-২০ টিমের হয়ে নেতৃত্ব দেবেন না তিনি।
পাকিস্তানের মাটিতে শেষ বার ইংল্যান্ড টিমকে নেতৃত্ব দেবেন জস বাটলার। আজ, শুক্রবার ২৮ জানুয়ারি এমন ঘোষণাই করেছেন তিনি। শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করাচিতে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে ইংল্যান্ডের শেষ ম্যাচ। এই ম্যাচের আগে প্রেস কনফারেন্সে কোচ ব্রেন্ডন ম্যাকালামের পাশে বসে বাটলার জানিয়ে দেন, তাঁর মনে হচ্ছে ক্যাপ্টেন্সি ছাড়ার এটাই সঠিক সময়। বাটলার বলেন, তসকলকে জানাতে চাই, ইংল্যান্ডের হয়ে ক্যাপ্টেন্সি ছাড়ছি আমি। মনে হচ্ছে এটাই আমার জন্য সঠিক সিদ্ধান্ত। দলের জন্যও আশা করি এটা সঠিক সিদ্ধান্ত হতে চলেছে। অন্য একজন এই জায়গায় আসবে। দলটাকে এগিয়ে নিয়ে যাবে।দ
২০২২ সালের টি-২০ বিশ্বকাপের পর ইওন মর্গ্যান অবসর নেন। এরপর ইংল্যান্ডের হয়ে সাদা বলের জার্সিতে নেতৃত্বের ব্যাটন পান জস বাটলার। তারপর থেকে তিনটি আইসিসি টুর্নামেন্টে খেললেও নকআউটে পৌঁছতে পারেনি ইংল্যান্ড।
এ বার প্রশ্ন হল বাটলারের বদলে নতুন ক্যাপ্টেন হবেন কে? নাসির হুসেনের মতো প্রাক্তন তারকার যুক্তি, ইংল্যান্ডের ওয়ান ডে টিমের জন্য সেরা মুখ হতে পারেন হ্যারি ব্রুক।