বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের কাছে যৌথভাবে প্রস্তাব তুলে ধরে এআইএফএফ ও এফএসডিএল। যার সারমর্ম এফএসডিএল থাকলেও তাদের নিজস্ব মতামত থাকবে। এর মধ্যে অন্যতম, রাইট টু ম্যাচ ক্লজের নবীকরণের একান্ত দায়িত্ব এফএসডিএল ছেড়ে দেবে। সেই সঙ্গে পুরোনো চুক্তির প্রাপ্য শেষ অর্থ, ১২ কোটি ৫০ লক্ষ টাকা এখনই দিয়ে দেওয়া হবে। সেপ্টেম্বরে চালু করতে হবে সুপার কাপ। পাশাপাশি, আগামী অক্টোবর মাসে নতুন বানিজ্যিক পার্টনারের জন্য টেন্ডার ছাড়া হবে, যা সকলের জন্য উন্মুক্ত হবে।
আগামী ৮ ডিসেম্বর এফএসডিএল এআইএফএফ চুক্তির মেয়াদ শেষ। এবার এফএসডিএলকে প্রথম প্রস্তাব দেওয়ার কথা ছিল ফেডারেশনের। তবে সুপ্রিম কোর্টে এফএসডিএল জানিয়েছে, তারা এই চুক্তির শর্ত ছেড়ে দিচ্ছে। এবার যেই সংস্থাই টেন্ডার পাক না কেন তাদের নিশ্চিত করতে হবে যাতে আইএসএল চলতি বছরের ডিসেম্বরে শুরু হয়। আইএসএল আয়োজনের সম্পূর্ণ দায়িত্ব তাদেরই। এফএসডিএল আইএসএল আয়োজন করবে না। শীর্ষ আদালত এই যৌথ প্রস্তাব নিয়ে ভাবনা চিন্তা করবে। আগামী সোমবার চূড়ান্ত রায় জানাবে শীর্ষ আদালত। অন্যদিকে নির্বাচন না করতে পারলে ফিফার নির্বাসনের খাঁড়া ঝুলছে ফেডারেশনের ঘাড়ে। বর্তমান কমিটি নাকি নতুন কমিটি টেন্ডার ডাকবে তা জানা যাবে সোমবারই।

