বিরাট কোহলির পর এবার জো রুটও একই পথে হাঁটলেন। আরও এক আধুনিক কিংবদন্তি ব্যাটার টেস্ট ক্রিকেটে জাতীয় দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন। শুক্রবারই ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন রুট। ২০১৭ সালে স্যার অ্যালিস্টার কুক পদত্যাগ করার পর ইংল্যান্ডের টেস্ট নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছিল রুটকে। তাঁর নেতৃত্বেই ২০১৮ সালে ভারতকে ৪-১ এবং ২০২০ সালে দক্ষিণ আফ্রিকাকে ৩-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে ইংল্যান্ড। এছাড়া ইংল্যান্ডের নেতা হিসেবে সবথেকে বেশি ম্যাচ এবং জয়ের রেকর্ড তাঁরই নামে।
শুক্রবার একটি বিবৃতিতে নিজের সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে তিনি বলেন, “এটি আমার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জিং সিদ্ধান্ত ছিল কিন্তু পরিবারের সকলের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিচ্ছি।” আরও যোগ করেন, “দেশকে নেতৃত্ব দিতে পেরে আমি গর্বিত। আমি সেটি উপভোগ-ও করেছি এক সময়। কিন্তু সম্প্রতি এটি আমার ওপর একটি খারাপ প্রভাব ফেলেছে।” এতদিন তাঁকে ভরসা এবং সমর্থনের জন্য সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন রুট। এর পাশাপাশি পরিবার, সতীর্থ এবং কোচের কাছে নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাঁর পাশে থাকার জন্য। উল্লেখ্য, ২০০১ সাল থেকে জো রুট-ই প্রথম ব্রিটিশ অধিনায়ক, যিনি ২০১৮ সালে শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ জয় করেন।