টাকা দিয়ে চাকরি, তৃণমূল নেতাদের কলার ধরে আদায়ের নিদান সুকান্তর

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: টাকা দিয়ে পাওয়া চাকরি বেশিদিন বাঁচবে না। এটাই সুযোগ। তৃণমূল নেতাদের বাড়ি গিয়ে কলার ধরে টাকা আদায় করুন। একা না পারলে সঙ্গে বিজেপিকে নিয়ে যান। বিজেপি ঝান্ডা এবং ডান্ডা নিয়ে গিয়ে সেই টাকা উদ্ধার করে দেবে। সোমবার সন্ধ্যায় বাঁকুড়ার কোতুলপুর নেতাজি মোড়ে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর সমর্থনে একটি পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এই নিদান দিয়ে বিতর্কে জড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পরে নিজের বক্তব্যের সমর্থনে সুকান্ত মজুমদার বলেন, ‘বেকার ছেলেদের অনেকে জমি বিক্রি করে চাকরির জন্য তৃণমূল নেতাদের টাকা দিয়েছে। এখন চাকরি চলে গেলে সে কী করবে? তাঁকে তো টাকাটা আদায় করে দিতে হবে। সে একা না পারলে আমরাও সঙ্গে যাব।’
শুধু চাকরির টাকা আদায়ই নয়, তার পাশাপাশি সুকান্ত মজুমদার এদিন দুর্নীতি প্রসঙ্গেও তৃণমূলকে একহাত নেন। তিনি বলেন, ‘জনগণের টাকা এখন যে যত খাচ্ছে খেতে দিন। পরে বাইরে দড়ি দিয়ে উলটো করে টাঙিয়ে রাখব আর জনগণের টাকা বমি করাব।’ পুলিশকে হুঁশিয়ারি দিয়ে তাঁর পরামর্শ, ‘বিজেপির পক্ষে হাওয়া, এরপর সুনামি আসবে। তাই আগেভাগে হাওয়া মোরগের মতো ঘুরে যান। এবার ৩০ এর ওপর আসন পেলে এক বছরের মধ্যে নবান্নে বিজেপির মুখ্যমন্ত্রী বসবেন। হামলা হলে ব্যবস্থা নিন। না হলে বিজেপি ব্যবস্থা নেবে।’ এরপর কর্মীদের প্রতি সুকান্ত মজুমদারের নিদান, পুলিশ ব্যবস্থা না নিলে আপনারা পালটা ব্যবস্থা নেবেন।
এই মন্তব্যের পালটা বিজেপিকেই কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূলের দাবি, বিজেপি নেতৃত্বকেই টাকা নিতে দেখা গিয়েছে। এখন সন্ত্রাস ও হিংসা ছড়ানোর উদ্দেশ্যেই এমন কথা বলে বেড়াচ্ছে বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 + 10 =