গুমলা : ঝাড়খণ্ডের গুমলা জেলায় শনিবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে জেজেএমপি কমান্ডার-সহ ৩ নকশাল নিহত হয়েছে। নিহত মাওবাদীরা ঝাড়খণ্ড জনমুক্তি পরিষদের সদস্য বলে পুলিশ জানিয়েছে।
শনিবার সকালে রাঁচি লাগোয়া গুমলা জেলার ঘাঘারা থানার লৌদাগ জঙ্গলে এনকাউন্টার হয়। জেজেএমপি নকশালরা জঙ্গলে লুকিয়ে রয়েছে, এই খবর পেয়ে ঝাড়খণ্ড জাগুয়ার বাহিনী ও গুমলা পুলিশ যৌথ অভিযানে নামে। পুলিশ দেখেই গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। পাল্টা গুলি ছোড়ে যৌথ বাহিনীও।
তিন জন নিহত হয়। দলে থাকা অন্য নকশালরা পালিয়ে যায়। গুমলার পুলিশ সুপার হরিশ বিন জামা জানিয়েছেন, নকশালরা বড় নাশকতার ছক কষছিল। ঘটনাস্থল থেকে ২টি ইনসাস এবং একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়েছে।

