বুধবার গভীর রাতে গুজরাতের ভাদগমের নির্দল বিধায়ক জিগনেশ মেভানিকে (Jignesh Mevani) গ্রেপ্তার করল অসম পুলিশ। বৃহস্পতিবার সকালে আমদাবাদ থেকে তাঁকে অসমে নিয়ে যাওয়া হয়। অসমের কোকরাঝাড়ের বিজেপি নেতা অরূপ কুমার দে-র অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানা গিয়েছে। তাঁর বিরুদ্ধে দুই সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্ব লাগানোর অভিযোগ আনেন অরূপ।
বুধবার রাত ১১টা ৩০ মিনিট নাগাদ জিগনেশকে পালানপুরের একটি সার্কিট হাউস থেকে গ্রেপ্তার করে প্রথমে আমদাবাদে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার ভোরে তাঁকে আমদাবাদ থেকে বিমানে করে অসমে নিয়ে যাওয়া হয়।
জিগনেশের সহযোগী সুরেশ জাট জানান, কয়েক দিন আগে জিগনেশের পোস্ট করা একটি টুইটের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে অসম পুলিশের কাছে এফআইআর দায়ের করা হয়। নাথুরাম গডসেকে নিয়ে জিগনেশ এই টুইটটি করেছিলেন। তবে, পরে এই টুইটটি সরিয়ে দেওয়া হয়।