পালানোর চেষ্টা বিফলে, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা

মুর্শিদাবাদ : এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর ইডির হাতে গ্রেফতার হলেন মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল কংগ্রেস বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সোমবার তাঁকে মুর্শিদাবাদ থেকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। এদিনই আদালতে পেশ করা হতে পারে তৃণমূল বিধায়ককে। মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে এদিন সকালেই হানা দেয় ইডি। এর আগে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ২০২৩ সালের এপ্রিল মাসে সিবিআই তাঁর বাড়িতে হানা দিয়েছিল। সেদিন দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর তাঁকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মাস কয়েক আগে সুপ্রিম কোর্ট তৃণমূল বিধায়কের জামিন মঞ্জুর করেছে।

সোমবার সকালে ইডির আধিকারিকরা এসেছেন এই খবর পেতেই বাড়ির পাঁচিল টপকে পালানোর চেষ্টা করেন জীবনকৃষ্ণ। তখনই তাঁর পিছনে ধাওয়া করেন ইডির আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বাড়ির পাশের মাঠ থেকে তৃণমূল বিধায়ককে পাকড়াও করা হয়। তাঁকে পাকড়াও করে নিয়ে আসেন ইডির আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সেই সময়ে বাড়ির পাশের পুকুরের দিকে নিজের মোবাইল ছুড়ে দেন তৃণমূল বিধায়ক। সেই পুকুর থেকে দু’টি মোবাইল উদ্ধার করে আনেন ইডির আধিকারিকরা।

ঠিক ২০২৩ সালের এপ্রিল মাসে সিবিআই যখন নিয়োগ দুর্নীতির মামলায় হানা দিয়েছিল। তখনও নিজের মোবাইল বাড়ির পাশে পুকুরে ফেলে দিয়েছিলেন জীবনকৃষ্ণ। এদিন ফের সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। তারপরেই শুরু হয় জিজ্ঞাসাবাদ। কিন্তু তদন্তে কোনওরকম সহযোগিতা করছিলেন না তিনি। এমনটাই অভিযোগ ইডির। সেই কারণেই গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 + 10 =