ঝাড়খণ্ডে আসন বণ্টনের সূত্র প্রকাশ এনডিএ-র, বিজেপি লড়বে ৬৮টি আসনে

রাঁচি : ঝাড়খণ্ডে আসন্ন বিধানসভা নির্বাচনে এনডিএ-র জোট সঙ্গীদের সঙ্গেই লড়বে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এই জোট সঙ্গীরা হল অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন (এজেএসইউ), জনতা দল (ইউনাইটেড) এবং লোক জনশক্তি পার্টি (এলজেপি)। সূত্র মারফত জানা গিয়েছে, এজেএসইউ ১০টি আসনে, জেডিইউ দু’টি আসনে এবং এলজেপি মাত্র একমাত্র আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং বিজেপি বাকি ৬৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

কেন্দ্রীয় মন্ত্রী এবং ঝাড়খণ্ডের জন্য বিজেপির নির্বাচনী ইনচার্জ শিবরাজ সিং চৌহান বলেছেন, “ঝাড়খণ্ডে বিজেপি, অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন (এজেএসইউ), জনতা দল (ইউনাইটেড) এবং লোক জনশক্তি পার্টি (এলজেপি) একসঙ্গে নির্বাচনে লড়বে। শীঘ্রই প্রার্থী ঘোষণা করা হবে।”

বিজেপির ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের সহ-ইনচার্জ এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, “আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চলছে। এখনও পর্যন্ত, অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন (এজেএসইউ) ১০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। জনতা দল (ইউনাইটেড) দু’টি আসনে এবং একটি আসনে লোক জনশক্তি পার্টি (এলজেপি)… বাকি আসনে লড়বে বিজেপি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 11 =