কুলটির চৌরাঙ্গিতে রমরমিয়ে চলছে ঝাড়খণ্ড জাল লটারির কারবার

আসানসোল: ঝাড়খণ্ডের নামে জাল লটারির কারবার চলছে। বন্ধ হয়নি,তার প্রমাণ উঠে এল আর সেই ছবি ধরা পড়ল কুলটি থানার চৌরাঙ্গি ফাঁড়ির অন্তর্গত খোদ চৌরাঙ্গি ফাঁড়ি সংলগ্ন এলাকায়। কিভাবে বিক্রি হচ্ছে এই ঝাড়খণ্ড জাল লটারি? চৌরাঙ্গি ফাঁড়ি সংলগ্ন এলাকায় লটারি বিক্রেতা লুকিয়ে এই ঝাড়খণ্ড নামে জাল লটারি জঙ্গলের পিছনে গ্রাহকদের বিক্রি করছে। সেই ছবিও দেখা গেল। সূত্রের খবর, ডিয়ার নামের বৈধ লটারির টিকিটের আড়ালে এই ঝাড়খণ্ড নামে জাল লটারি কারবার চলছে। ব্যবহার হচ্ছে ডিয়ার বৈধ লটারির টিকিটের নামে তিন টাইম খেলা এবং রেজাল্ট। দিন কয়েক আগে এই ঝাড়খণ্ড জাল লটারি বিক্রির বিরুদ্ধে জামুড়িয়া থানার পুলিশ অভিযান চালিয়ে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করে বেশ কয়েকজনকে উদ্ধার হয় বিপুল পরিমাণের এই লটারি। কিন্তু প্রশ্ন, চৌরাঙ্গি ফাঁড়ি এলাকায় এবং খোদ চৌরাঙ্গি ফাঁড়ি সংলগ্ন এলাকায় কিভাবে চলছে এই ঝাড়খণ্ড নামে অবৈধ লটারি টিকিটের কারবার। যদিও টিকিট বিক্রেতারা বেশি অর্থ কমিশনের লোভে বিক্রি করছে এবং গ্রাহকরাও বেশি অর্থ পুরস্কারের লোভে এই ফাঁদে পা দিচ্ছে। নাম না প্রকাশ করা সত্ত্বেও খোদ বিক্রেতা বলেন, ঝাড়খণ্ডের ঝরিয়া থেকে এই জাল ঝাড়খণ্ড লটারি আসে এবং এলাকায় বিক্রি হয়। আরো অন্যান্য বিক্রেতারাও এই জাল লটারির বিক্রি করছে। এই বিষয়ে কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বিমান দত্ত বলেন, এই সব অনৈতিক কাজ আমরা চাই না। এই সব বন্ধ হোক। অপরদিকে, বিজেপি নেতা টিঙ্কু বর্মা বলেন, এইসব জাল লটারি চক্র বন্ধ করার প্রয়োজন রয়েছে। প্রশাসন এই বিষয়ে আরো বেশি সতর্ক হলে ভালো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =