যশোর রোডে ‘সিরাজ’ আমলের বিশাল কামান! চলছে উদ্ধারকাজ

কলকাতা: কলকাতার সঙ্গে জুড়ে রয়েছে অনেক ইতিহাস, সে ব্যাপারে সকলেই একমত। তার কিছুটা জানা, কিছুটা জানতে বাকি।
এবার দমদমের কাছে যশোর রোডের মোড় থেকে মেলা বিশাল কামান, সেই ইতিহাসের কথাই উসকে দিল। যা এখনও অজানা। বিশেষজ্ঞরা মনে করছেন বিশাল ওই কামান সিরাজের আমলের। সেই কামানের আকার যেমন বিশাল, তেমন ভারীও। মাটি খুঁড়ে অনেক চেষ্টা করেও পাঁচ ফুটের পর আর বের করা যায়নি। প্রসঙ্গত, রাস্তার ধারে বহুবছর ধরে দেখা যায় এই কামানের সামনের অংশটা। কিন্তু নিচে তা কতটা গভীর তা এতদিন জানা যায়নি। রাজ্য সরকারের অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল অ্যান্ড অফিসিয়াল ট্রাস্টি বিপ্লব রায় কামান উদ্ধারের উদ্যোগ নিয়েছেন। বুধবার সকালে তিনি এবং কামান বিশেষজ্ঞ অমিতাভ কারকুন পৌঁছে যান ঘটনাস্থলে। পুলিশি পাহারায় মাটি খোঁড়া শুরু হয়।
বিপ্লব রায় জানিয়েছেন, হয়তো মাটির নিচে আরও কিছুটা কামানের অংশ রয়েছে। বাকি অংশও মাটি খুঁড়ে বের করবেন। যদি অনুমান সত্যি হয়, তাহলে এটাই হবে কলকাতার সবচেয়ে বড় কামান। সিরাজের আমলের এই কামান বাংলার ইতিহাসে নতুন তথ্য, গবেষণার ক্ষেত্র জুড়বে।
বিপ্লব রায় জানান, নবাব আমলের ১০ ফুটের কামান কলকাতায় আগে কখনও পাওয়া যায়নি। কামানটি উদ্ধারের পর মিউজিয়ামে সংরক্ষণ করা হবে। সাধারণ মানুষের জন্য প্রদর্শন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =