জেমাইমার প্রথম সেঞ্চুরি, রেকর্ড গড়ে সিরিজ জয় ভারতের

কেরিয়ারের প্রথম ওয়ান ডে সেঞ্চুরি জেমাইমা রডরিগজের। ওয়ান ডে ক্রিকেটে সর্বাধিক স্কোরের রেকর্ড ভারতের। এক ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের সিরিজ জিতে নিল স্মৃতি মান্ধানার নেতৃত্বাধীন ভারতের মহিলা ক্রিকেট দল। এ বছরেই দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ। তার আগে ভারতীয় দলের পারফরম্যান্স দুর্দান্ত স্বপ্ন দেখাচ্ছে। হতেই পারে আইসিসি টুর্নামেন্টের খরা কাটল মেয়েদের ক্রিকেটেও! মহিলাদের একদিনের আন্তর্জাতিকে ভারতের সর্বাধিক স্কোর ছিল ৩৫৮-৫। গত মাসেই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এই রেকর্ড গড়েছিল ভারত। এক মাসের মধ্যেই নিজেদের রেকর্ড ভেঙে দিলেন স্মৃতিরা।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে টপ অর্ডার ব্যাটারদের দাপট, জেমাইমার কেরিয়ারের প্রথম সেঞ্চুরি। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৭০ রান তোলে ভারত। ৯০ বলে কেরিয়ারের প্রথম ওয়ান ডে সেঞ্চুরি পূরণ জেমাইমার। টস জিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্মৃতি মান্ধানা। প্রতীকা রাওয়ালকে নিয়ে বিধ্বংসী শুরু স্মৃতির। মাত্র ৫৪ বলে ৭৩ রানের বিধ্বংসী খেলেন ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা।

টানা দ্বিতীয় ম্যাচে হাফসেঞ্চুরি স্মৃতির ওপেনিং পার্টনার প্রতীকা রাওয়ালের। ৬১ বলে ৬৭ রানের ইনিংস। হাফসেঞ্চুরি করেন হরলীন দেওলও। ৮৪ বলে ৮৯ করেন তিনি। সঙ্গে জেমাইমার ৯১ বলে ১০২ রানের ইনিংস। ২৩টি ওয়াইডও দিয়েছে আয়ারল্যান্ড। রান তাড়ায় আয়ারল্যান্ডও বেশ কিছু পার্টনারশিপ গড়েছে। যদিও ভারতের দেওয়া টার্গেটের সামনে তা যথেষ্ট ছিল না। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫৪ করে আয়ারল্যান্ড। ১১৬ রানের বিশাল ব্যবধানে জয় স্মৃতিদের। আয়ারল্যান্ডের হয়ে সর্বাধিক স্কোর কিপার ক্রিস্টিনা কুল্টার রেইলির। ৮০ রান করেন তিনি। ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে সফল দীপ্তি শর্মা। ৩ উইকেট তাঁর। এ ছাড়াও দুটি উইকেট নিয়েছেন প্রিয়া মিশ্র। বাংলার তিতাস সাধু ও সায়লী নিয়েছেন একটি করে উইকেট। এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ ভারতের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 1 =