স্বপ্নপূরণ করতে পায়ে হেঁটে লাদাখ যাত্রা করলেন চন্দননগরের জিৎ

মহেশ্বর চক্রবর্তী

পায়ে হেঁটে লাদাখ (ladakh) যাত্রা হুগলি জেলার চন্দননগরের যুবক জিৎ তথা প্রসেনজিৎ পাল (Jee pal)। জানা গিয়েছে, ছোটবেলা থেকেই জিৎ নাকি বেড়াতে পছন্দ করে। মাঝে মাঝে বাইকে চেপে অনেক দূরে বেড়াতে যেত সে। বাড়িতে মা, দিদিকে বলেছিল যে আমি এমন কিছু করব সবাই, আমায় চিনবে। চন্দননগরের গৌরহাটির বাসিন্দা জিৎ পাল তার ইচ্ছাপূরণ করার পথে নেমেছে। মাকে নিয়ে থাকে ৩৩ বছরের এই যুবক। এমএ পাশ করেও চাকরি না পেয়ে টোটো কিনে জীবিকা নির্বাহ করছে। মধ্যবিক্ত পরিবারের ছেলে জিৎ সংসারে ভার বহন করতে ডেলিভারি বয় হিসেবেও কাজ করেন। হাওড়া ব্রিজ থেকে পায়ে হেটে লাদাখের উদ্দেশ্যে রওনা দেয় চন্দননগরের জিৎ। পথে প্রচুর সংবর্ধনা পেয়ে আপ্লুত হয়ে পড়ে এই যুবক। এটা তার সখ। তার অনেক দিনের ইচ্ছা। গৌরহাটির বাড়িতে দাঁড়িয়ে তার মা অনিমা পাল এমনটাই জানান। জিৎয়ের এই উদ্দেশ্যকে বাস্তবায়িত করতে এবং পাশে থাকার বার্তা নিয়ে চন্দননগর পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিনয় কুমার সাউ তাঁর সঙ্গে দেখা করেন এবং শুভেচ্ছা জানান। পরিবার সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে জিৎ নাকি বাইক নিয়ে সিকিমের গুরুদাংমার, দার্জিলিং ঘুরে এসেছেন। এবার সে লাদাখ যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু তেলের দাম বেড়ে যাওয়ায় খরচ জোগার করতে না পেরে পায়ে হেঁটেই লাদাখ যাত্রা করে জিৎ। এখন এলাকার মানুষ জিৎয়ের সাফল্য কামনা করছে। কবে পায়ে হেঁটে লাদাখ জয় করে জিৎ ফিরে আসবে সেই দিকেই তাকিয়ে স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 7 =