নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: রেল দুর্ঘটনা নিয়ে ইন্দাসে কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার ।
বাঁকুড়ার ওন্দায় ভয়াবহ রেল দুর্ঘটনকে কেন্দ্র করে রবিবার এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে । আর এই ঘটনার জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করে কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার। রবিবার বাঁকুড়া জেলা পরিষদের ৪৮ নম্বর আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্যামলী রায়ের প্রচারে ইন্দাসে আসেন জয়প্রকাশ মজুমদার এবং সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মোদি সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি। তিনি বলেন, ‘রেলের সুরক্ষা তো নেই এখন। রেলের সুরক্ষার জন্য গত সাত বছর ধরে মোদি সরকার সাধারণ মানুষের কাছ থেকে প্রচুর টাকা আদায় করেছে। সেই টাকাগুলো নয়-ছয় করেছে মোদি সরকার। এটা একটা বিশাল বড় দুর্নীতি, যে কারণে এত ঘনঘন রেল দুর্ঘটনা আর মানুষের মৃত্যু এইসব ঘটনা ঘটছে। তার কারণ রেল সুরক্ষাটাকে একেবারে শেষ করে দিয়েছে মোদি সরকার আর রেল সুরক্ষার টাকা নয়-ছয় করেছে।’