ছত্তিশগড়ে প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। রাজ্যের ৯০টি বিধানসভা আসনের মধ্যে মাওবাদী উপদ্রুত ২০টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। ভোট চলাকালীনই বিস্ফোরণ। খবর, জখম হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান। নকশাল উপদ্রুত সুকমা এলাকায় ভোট শুরুর পরপরই বিস্ফোরণ হয়। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, এর নেপথ্যে নকশালদের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, সকাল ৭টা থেকে মিজোরামেও ভোট শুরু হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ভোটগ্রহণ মোটের উপর শান্তিপূর্ণ রয়েছে। দু’একটি জায়গায় বিক্ষিপ্ত গোলমাল ছাড়া কোথাও ভোটগ্রহণ পর্ব ব্যাহত হয়নি। সকাল থেকে ভোটকেন্দ্রগুলিতে ভোটারদের আনাগোনা চোখে পড়ার মতো।
ছত্তিশগড়ের ভোট নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সকল ভোটারকে তিনি ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। যাঁরা প্রথম বার ভোট দেবেন, তাঁদের শুভেচ্ছাও জানিয়েছেন প্রধানমন্ত্রী। একই বার্তা তিনি দিয়েছেন মিজোরামের জন্যেও।
I call upon the people of Mizoram to vote in record numbers. I particularly urge the young and first time voters to exercise their franchise and strengthen the festival of democracy.
— Narendra Modi (@narendramodi) November 7, 2023
উল্লেখ্য, ছত্তিশগড়ে প্রথম দফায় মোট ২২৩ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন প্রায় ৪০ লক্ষ ৭৯ হাজার ভোটদাতা। পাশাপাশি মিজরামের ৪০টি আসনেও ভোটগ্রহণ শুরু হয়েছে। সেখানে ১৭৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন সে রাজ্যের প্রায় ৮ লক্ষ ৫২ হাজার ভোটদাতা। ভোটগণনা হবে ৩ ডিসেম্বর।