ঘরের মাঠে কিউয়িদের কাছে টেস্ট সিরিজ হেরেছে টিম ইন্ডিয়া। এ বার জসপ্রীত বুমরা হারিয়ে ফেললেন তাঁর সিংহাসন। ভারত নিউজিল্যান্ডের কাছে হারতেই আইসিসি টেস্ট বোলারদের ব়্যাঙ্কিংয়েবড়সড় বদল দেখা গিয়েছে। বুমরাকে পিছনে ফেলে আইসিসির এক নম্বর টেস্ট বোলার এখন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাডা। কোথায় গেলেন বুমরা? জানেন আইসিসি টেস্ট বোলারদের তালিকায় প্রথম দশে রয়েছেন কতজন বোলার?
ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ শেষ হওয়ার পর আইসিসি টেস্ট বোলারদের ব়্যাঙ্কিং প্রকাশিত হয়েছিল। সেখানে রবিচন্দ্রন অশ্বিনকে শীর্ষস্থান থেকে সরিয়ে এক নম্বরে পৌঁছে গিয়েছিলেন জসপ্রীত বুমরা। এ বার তিনি দুই ধাপ নীচে নেমে গিয়েছেন। আর প্রোটিয়া তারকা পেসার বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভালো পারফর্ম করার সুবাদে সিংহাসনে বসেছেন। তিনি মিরপুরে কেরিয়ারের ৩০০তম টেস্ট উইকেট নেওয়ার নজিরও গড়েছিলেন।
বুমরা যেমন আইসিসি টেস্ট বোলারদের তালিকায় তিনে নেমেছেন, তেমনই রবিচন্দ্রন অশ্বিনও ২ ধাপ নীচে নেমেছেন। এখন তিনি চারে রয়েছেন। এই তালিকায় প্রথম দশে ভারতের বুমরা ও অশ্বিন ছাড়া রয়েছেন রবীন্দ্র জাডেজা। তিনিও ২ ধাপ নেমেছেন। এখান আট নম্বরে জাডেজা। অজি তারকা জস হ্যাজলউড একধাপ উঠে দুইয়ে পৌঁছেছেন। এ ছাড়াও যে বোলারের কথা না বললেই নয়, তিনি পাকিস্তানের নোমান আলি। দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে অনবদ্য পারফর্ম করার পুরস্কার পেয়েছেন তিনি। আট ধাপ উঠে তিনি পৌঁছে গিয়েছেন আইসিসি টেস্ট বোলারদের ক্রমতালিকার ৯ নম্বরে।