জাপানের জাতীয় ফল মিলছে পূর্বস্থলীতে!

নিজস্ব প্রতিবেদন, পূর্ব বর্ধমান: জাপানের জাতীয় ফল পার্সিমনদ বা কাকি ফল এখন পাওয়া যাচ্ছে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীতে। স্টেশনরোডের কয়েকটি ফলের দোকানে অন্যান্য ফলের পাশাপাশি বিক্রি হচ্ছে জাপানের এই জাতীয় ফলটি। বিক্রেতারা জানিয়েছেন, এই ফল খুবই সুস্বাদু ও নানা জটিল রোগ প্রতিরোধের গুনাগুন রয়েছে। ইন্টারনেট, ফেসবুকের সৌজন্যে ভারতেও এই ফলের জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে।
সম্প্রতি পূর্বস্থলী রেলস্টেশন সংলগ্ন একটি ফলের দোকান থেকে দেদার বিকোচ্ছে জাপানের এই জাতীয় ফল পার্সিমন বা কাকি ফল। যার প্রতিটির দাম ৭০ টাকা। শীতের মরশুমে যেমন কাশ্মীরের ডেলসন আপেল বা নাগপুর, দার্জিলিংয়ের কমলালেবুর কদর হয়, তেমনই জাপানের এই জাতীয় ফলও এখন এক্সপোর্টের মাধ্যমে ভারতে আসা শুরু হয়েছে। বাঙালিরাও তার স্বাদ আস্বাদন করতে পারছে। কয়েকজনকে কেটেও খাওয়ানো হয়েছে এই ফল। এলাকার ফলপ্রেমীরাও জাপানের জাতীয় ফল খেয়ে খুশি অনুভব করছেন। সাধারণ মানুষের মধ্যেও এই ফল নিয়ে কৌতূহল বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − two =