উত্তর কোরিয়াকে রুখতে প্রতিরক্ষার বরাদ্দ বাড়াল জাপান

চিনের আগ্রাসী মেজাজের পাশাপাশি উত্তর কোরিয়ার থেকেও সতর্ক হতে চাইছে জাপান। দেশের নিরাপত্তার খাতে খরচের পরিমাণও বাড়িয়েছে জাপানের প্রশাসন। এবিষয়ে জাপানের প্রতিরক্ষা মন্ত্রক সাফ জানিয়েছে, উত্তর কোরিয়ার কাছে যা ব্যালিস্টিক মিসাইল রয়েছে তা ব্যবহার করে জাপানের উপর বড়সড় আঘাত হানতে পারে কিম জং উনের দেশ। জাপানের প্রতিরক্ষা মন্ত্রকের মন্তব্য, অতীতে কখনও এত ভয়ংকর হয়ে ওঠেনি উত্তর কোরিয়া ।

প্রতিবছরের মতো শুক্রবার বার্ষিক হোয়াইট পেপার প্রকাশ করে জাপানের প্রতিরক্ষা মন্ত্রক। সেখানেই সাফ বলা হয়, ক্রমেই ভয়ংকর হয়ে উঠছে প্রতিবেশী দেশ উত্তর কোরিয়া। এর আগে কোনওদিন জাপানের জন্য এত বেশি বিপজ্জনক হয়নি কিমের দেশ। উত্তর কোরিয়ার এহেন আগ্রাসী আচরণের প্রভাব পড়ছে গোটা বিশ্বে। নতুনভাবে সংকট তৈরি হচ্ছে আন্তর্জাতিক ক্ষেত্রে।

প্রসঙ্গত, গত কয়েকদিনে একাধিকবার ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে উত্তর কোরিয়া। তার অধিকাংশই জাপান সাগর লক্ষ্য করেই উৎক্ষেপণ করা হয়েছে। পরিসংখ্যান বলছে, চলতি বছরেই কমপক্ষে ১২টি মিসাইল ছুঁড়েছে কিমের দেশ। আগামী দিনে ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ পরীক্ষা করতে মিসাইল ছোঁড়ার পরিমাণ আরও বাড়াতে পারে উত্তর কোরিয়া, সেরকমই অনুমান বিশেষজ্ঞদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =