
ভারত ও বিশ্ব
ভারতের ইতিহাসে ২৬ জানুয়ারি
- ১৯৩০:
ভারতীয় জাতীয় কংগ্রেস এই দিনে পূর্ণ স্বরাজ (সম্পূর্ণ স্বাধীনতা) ঘোষণার সিদ্ধান্ত গ্রহণ করে। ২৬ জানুয়ারি প্রথমবার স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। - ১৯৫০:
ভারতের সংবিধান কার্যকর হয়। দেশ আনুষ্ঠানিকভাবে সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্রে পরিণত হয়।
এই দিন থেকেই প্রতি বছর প্রজাতন্ত্র দিবস পালন করা হয়। - ১৯৫০:
ড. রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। - ১৯৬৫:
হিন্দি ভাষাকে ভারতের সরকারি ভাষা হিসেবে কার্যকরভাবে প্রয়োগ করা শুরু হয় (ইংরেজির পাশাপাশি)।
বিশ্ব ইতিহাসে ২৬ জানুয়ারি
- ১৭৮৮:
ব্রিটিশরা অস্ট্রেলিয়ায় প্রথম উপনিবেশ স্থাপন করে। এই দিনটি আজ অস্ট্রেলিয়া ডে হিসেবে পালিত হয়। - ১৯২৪:
তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নেতা হিসেবে জোসেফ স্টালিন ক্ষমতা গ্রহণ করেন। - ২০০১:
ভারতের গুজরাটে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হয় (যা বিশ্বব্যাপী আলোচিত হয়)।
২৬ জানুয়ারির গুরুত্ব
- গণতন্ত্র, সংবিধান ও নাগরিক অধিকারের প্রতীক
- স্বাধীনতা সংগ্রামের আদর্শ ও আত্মমর্যাদার স্মারক
- ভারতীয় ইতিহাসের এক গৌরবময় দিন

