ইতিহাসের পাতায় ১৬ জানুয়ারি

ভারত

  • ১৯৬৬ — লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন
  • ১৯৭৮ — ভারতের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ও পরিচালক মিঠুন চক্রবর্তীর প্রথম চলচ্চিত্র মুক্তি লাভ করে (প্রারম্ভিক ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ সময়)।
  • ২০০৪ — ভারত সরকার ‘প্রবীণ নাগরিকদের জন্য জাতীয় নীতি’ কার্যকর করে।

 বিশ্ব

  • ১৫৪৭ — রাশিয়ার ইতিহাসে প্রথমবারের মতো ইভান চতুর্থ (ইভান দ্য টেরিবল) নিজেকে “জার” ঘোষণা করেন
  • ১৯২০মার্কিন যুক্তরাষ্ট্রে মদ নিষিদ্ধ আইন (Prohibition) কার্যকর হয়।
  • ১৯৬৯ — সোভিয়েত মহাকাশযান সয়ুজ–৪ ও সয়ুজ–৫ সফলভাবে মহাকাশে ডকিং সম্পন্ন করে—মানব মহাকাশ ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা।
  • ১৯৭৯ — ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভি দেশ ত্যাগ করেন, যা ইরানি বিপ্লবের মোড় ঘোরানো মুহূর্ত।
  • ২০০৩ — মার্কিন মহাকাশ সংস্থা কলাম্বিয়া স্পেস শাটলের শেষ সফল উৎক্ষেপণ করে (পরবর্তীতে দুর্ঘটনায় ধ্বংস হয়)।

 জন্ম ও মৃত্যু

 জন্ম

  • ১৯০৮ — এথেল মার্টিনেজ, বিশিষ্ট সমাজকর্মী (আন্তর্জাতিক)

 মৃত্যু

  • ১৯৬৬লাল বাহাদুর শাস্ত্রী, ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী (তাশখন্দে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + four =