শনিতে জন্মাষ্টমীর ছুটি, বন্ধ থাকবে সব সরকারি ও সরকারপুষ্ট শিক্ষা প্রতিষ্ঠান

জন্মাষ্টমীর সরকারি ছুটি নিয়ে টানাপোড়েনের শেষে দিন বদল করল নবান্ন। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে রাজ্য জানিয়ে দিল, ১৫ নয়, আগামী ১৬ অগস্ট শনিবারই রাজ্যে সরকারি ছুটি থাকবে। ফলে ওই দিন বন্ধ থাকবে সব সরকারি ও সরকারপুষ্ট শিক্ষা প্রতিষ্ঠানও।

পঞ্জিকা অনুযায়ী ১৫ অগস্ট মধ্যরাতে শেষ হচ্ছে কৃষ্ণ সপ্তমী, আর পরদিন সারাদিন কৃষ্ণ অষ্টমী। দেশের বিভিন্ন রাজ্য আগেই ১৬ অগস্ট জন্মাষ্টমীর ছুটি ঘোষণা করেছিল। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার প্রথমে স্বাধীনতা দিবসের সঙ্গে মিলিয়ে শুক্রবারই ছুটি দিয়েছিল। শনিবার সরকারি অফিস নিয়মমাফিক বন্ধ থাকলেও খোলা থাকার কথা ছিল স্কুল-কলেজ। এতে ক্ষোভ প্রকাশ করেছিলেন শিক্ষক-অশিক্ষকরা।

তাঁদের দাবি ছিল শনিবারই সরকারি ছুটি করা হোক। এই আবহে বীরভূম প্রাথমিক শিক্ষা সংসদকে কার্যত অন্ধকারে রেখে জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান আলাদা বিজ্ঞপ্তি জারি করে ১৬ অগস্ট জন্মাষ্টমীর ছুটি ঘোষণা করে। সরকারি নির্দেশ এভাবে বদলের বৈধতা নিয়ে শুরু হয় বিতর্ক। শেষ পর্যন্ত রাজ্য সরকার সিদ্ধান্ত বদল করে ১৬ অগস্ট ছুটি ঘোষণা করল। নবান্নের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জন্মাষ্টমী উপলক্ষে শনিবার রাজ্য সরকারের সমস্ত দপ্তর, স্থানীয় প্রশাসনিক কার্যালয়, সরকারি বোর্ড, কর্পোরেশন, আধা-সরকারি সংস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + two =