বহিরাগতদের হামলায় বাংলাদেশে ভেস্তে গেল জেমসের অনুষ্ঠান

ঢাকা : বহিরাগতদের হামলায় ভেস্তে গেল বাংলাদেশের রক তারকা জেমস ও তাঁর ব্যান্ডের অনুষ্ঠান। শুক্রবার রাতে ফরিদপুর জেলা বিদ্যালয়ের ১৮৫ তম বর্ষপূর্তি উপলক্ষে ওই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে হামলার জেরে তা বাতিল হয়ে যায়।

আহত বেশ কয়েক জন ছাত্রও। আয়োজকদের দাবি, বেশ কয়েক জন বহিরাগত অনুষ্ঠান দেখার জন্য বিদ্যালয় প্রাঙ্গণে ঢুকতে চেয়েছিলেন। তবে তাঁদের বাধা দেওয়া হয়। তার পরেই তাঁরা ইট ছুড়তে শুরু করেন। হামলাকারীদের বিরুদ্ধে মঞ্চ দখলের চেষ্টার অভিযোগও তুলেছেন আয়োজকেরা।

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, আহত হয়েছেন অন্তত ১৫ জন ছাত্র। জানা গিয়েছে, হামলা চালালেও শেষ পর্যন্ত শিক্ষার্থীদের কাছে বাধা পেয়ে অনুষ্ঠানস্থল ছেড়ে যেতে বাধ্য হয় আক্রমণকারীরা। শিল্পীরও কোনও ক্ষতি হয়নি। তবে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির আবহে এই ঘটনা নিয়ে চর্চা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 5 =