জলপাইগুড়ি : বেআইনি দোকান উচ্ছেদের প্রতিবাদে জলপাইগুড়ির দিনবাজার মঙ্গলবার বন্ধ রয়েছে।
সোমবার পুলিশকে সঙ্গে নিয়ে দিনবাজারে বেআইনি দোকানগুলি উচ্ছেদ করে পুরসভা। বেশ কিছু দোকান ভেঙেও দেওয়া হয়। তারই প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে শহরের সবচেয়ে বড় বাজার বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা।
অন্যান্য দিন যে বাজারে ব্যস্ততা থাকে, মঙ্গলবার সেই বাজারই স্তব্ধ।