চিন সফরে জয়শঙ্কর, বেজিংয়ে হান ঝেং-এর সঙ্গে সাক্ষাৎ বিদেশমন্ত্রীর

বেজিং : চিন সফরে গেলেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। সোমবার বেজিংয়ে চিনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং-এর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। এক্স বার্তায় জয়শঙ্কর জানিয়েছেন, চিনের এসসিও সভাপতিত্বের প্রতি ভারতের সমর্থন জানিয়েছি। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির কথা উল্লেখ করা হয়েছে।

গত পাঁচ বছরে এই প্রথম বার চিন সফরে গেলেন জয়শঙ্কর। অর্থাৎ, ২০২০ সালে লাদাখে চিনা ফৌজের সঙ্গে ভারতীয় সেনার রক্তক্ষয়ী সংঘর্ষের পরে এটিই প্রথম চিন সফর ভারতের বিদেশমন্ত্রীর। ১৫ জুলাই চিনের তিয়ানজিনে আন্তর্জাতিক জোট ‘শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন’ (এসসিও)-এর বিদেশমন্ত্রীদের সম্মেলন রয়েছে। মূলত ওই সম্মেলনের জন্যই জয়শঙ্করের চিন সফর।

চিনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং-এর সঙ্গে সাক্ষাতের সময় এস জয়শঙ্কর বলেছেন, “আপনি যেমনটা উল্লেখ করেছেন, গত অক্টোবরে কাজানে প্রধানমন্ত্রী মোদী ও রাষ্ট্রপতি শি জিনপিংয়ের মধ্যে বৈঠকের পর থেকে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রমাগত উন্নত হচ্ছে। আমি নিশ্চিত যে, এই সফরে আমার আলোচনা সেই ইতিবাচক ধারা বজায় রাখবে। আমরা আমাদের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭৫-তম বার্ষিকী উদযাপন করেছি। কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় শুরু করা ভারতেও ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 3 =