জন্মের জাল শংসাপত্রের নমুনা দাখিল জগন্নাথের

কলকাতা : “কীভাবে পশ্চিমবঙ্গে জাল নথি তৈরি করে ভোটার তালিকায় বাংলাদেশী অনুপ্রবেশকারীরা নাম তোলে দেখুন।” এই মন্তব্য করে এক্স হ্যান্ডলে পোস্ট করলেন বিজেপি-র রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়।

শুক্রবার তিনি লিখেছেন, “একটি বার্থ সার্টিফিকেটের নমুনা আপনাদের দেখাচ্ছি। সদ‍্যজাত কন‍্যা সার্টিফিকেটটি হাতিয়েছেন সদ্য। তিনি জন্ম নথিভুক্ত করেছিলেন ১২/০৩/২০০৭। দাবি করেছিলেন তিনি জন্মেছেন ০৫/০৩/২০০৭। কিন্তু রেজিস্ট্রার ১২/০২/২০০৬ সালে বার্থ সার্টিফিকেট ইস্যু করে দিয়েছিলেন। যার অর্থ, বার্থ রেজিস্ট্রার মানে কোনও প্রধান বা পুর চেয়ারম্যান জানতেন এক বছর পর কোনও বাবা কন্যা সন্তানের জন্ম দেবেন। অগ্রিম বার্থ সার্টিফিকেট। এ জিনিস তৃণমূলের বাংলাতেই হয়।

এখনও চমক বাকি আছে। বাম আমলে ২০০৬ সালে বার্থ সার্টিফিকেট লেখা হয়েছে, ২০০৭ সালে বাচ্চা জন্মেছে। কিন্তু ১৫ ডিসেম্বর, ২০২৫ খসড়া ভোটার তালিকা প্রকাশের আগের দিন তা সংগ্রহ করা হয়েছে। আপনাদের আশা করি বুঝতে কিছু বাকি নেই। এমনই ১ কোটি ৬০ লক্ষ মানুষকে শুনানিতে আসতে হবে। কাগজ দেখাতে হবে। বাংলাদেশীরা ধরা পড়লে কারাগারেও যাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =