বেলুড় মঠ ও সারদাপীঠে মহাসমারোহে চলছে জগদ্ধাত্রী পূজা

বুধবার ভোর ছটায় পূর্বাহ্ন পূজা দিয়ে বেলুড় মঠে শুরু হয়েছে এবারের জগদ্ধাত্রী পূজা। সকাল ১১ টায় হয় মধ্যাহ্ন পূজা এবং দুটোর সময় অনুষ্ঠিত হবে অপরাহ্ন পূজা। এরই মধ্যে করা হয় পুষ্পাঞ্জলি হোম প্রসাদ বিতরণ প্রভৃতি শাস্ত্রীয় উপাচার।  বুধবার সন্ধ্যা সাড়ে ছটায় আরতি হয়ে এই বছরের মত পুজোর সমাপ্তি ঘটবে বলেই মঠ সূত্রে জানা যাচ্ছে।

বৃহস্পতিবার দশমীর সকাল ৭ টায় পূজা হওয়ার পর ৮:৩০ মিনিটে আয়োজিত হবে দর্পণ বিসর্জন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় হবে প্রতিমা নিরঞ্জনের প্রথা। কোভিডের জন্য দু’বছর বেলুড় মঠের ভিতর ভক্ত এবং দর্শণার্থীদের জন্য প্রবেশ নিষিদ্ধ ছিল। এ বছর তা উন্মুক্ত করে দেওয়ায় সকাল থেকেই অগণিত ভক্ত এবং দর্শক প্রতিমা দর্শন করতে আসছেন। তাদের জন্য প্রসাদের আয়োজন করেছে সারদাপীঠ কর্তৃপক্ষ। কোভিড কাল অতিক্রম করে কোভিডের ক্রান্তি কাল পেরিয়ে ফের মহা ধূমধামে আগের মতোই শাস্ত্রীয় বিধি, নীতি অনুযায়ী জগদ্ধাত্রী পূজা হচ্ছে বেলুড় মঠ সারদাপীঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 13 =