নিত্যনতুন থিম ভাবনায় সাজছে জগদ্দলের পুজো

ব্যারাকপুর : দুর্গাপুজোয় থিমের ছোঁয়া উত্তর শহরতলির জগদ্দলে। থিম পুজো ঘিরে জগদ্দলে একে অপরকে টেক্কা দেওয়ার প্রতিযোগিতাও চলছে। খুব বেশি বাজেটের পুজো না হলেও, নিত্যনতুন থিম ভাবনা তুলে ধরতে প্রয়াস চালিয়ে যাচ্ছেন পুজো উদ্যোক্তারা।

জগদ্দলের গোলঘর অধিবাসীবৃন্দের পুজোর এবার ৬৫ তম বছর। লন্ডনের কৃষ্ণ নারায়ণ মন্দিরের আদলে এখানে মণ্ডপ গড়া হচ্ছে। মণ্ডপ সজ্জায় উপকরণ হিসেবে ব্যবহৃত হচ্ছে বাঁশ, কাপড়, শোলা ও ফাইবার। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখেই এখানে প্রতিমা গড়া হচ্ছে। পুজো কমিটির সম্পাদক সুবাই দাস বলেন, ‘পঞ্চমীর দিন পুজোর উদ্বোধনী অনুষ্ঠান হবে। সেদিন এলাকার দুঃস্থ মানুষজনকে নতুন বস্ত্র উপহার দেওয়া হবে।’ অন্য দিকে জগদ্দলের আতপুর আমতলা দুর্গাপুজো কমিটির ৫৪ তম বর্ষের থিম ‘মাতৃশক্তি আরাধনায়’। আধ্যাত্নিক চিন্তাধারার মাধ্যমে কীভাবে শক্তি জাগরিত করা যায়, তা ফাইবারের মডেলের মাধ্যমে তুলে ধরছেন শিল্পীরা। এখানে থিম ভাবনায় উপকরণ হিসেবে ব্যবহার করা হচ্ছে, বাঁশ, বাটাম, কাপড়, ফাইবার, সানপ্যাক, পিচ বোর্ডের পাইপ ও এসি মেশিনের পাইপ। থিমের সঙ্গে মিল রেখেই প্রতিমা এখানে সাবেকি ডাকের সাজে সজ্জিতা। পুজো কমিটির কোষাধ্যক্ষ সৌমেন ঘোষ বলেন, ‘শিব-সহ দেবী দুর্গার বিভিন্ন রূপের মডেল থাকবে। তাছাড়া ধ্যান, যোগ ব্যায়াম-সহ শক্তি জাগরণের নানা মডেলও থাকবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 19 =