বিনা অনুমতিতে ছাত্রীদের ছবি তোলায় অভিযুক্তের কাঠগড়ায় যাদপুরের সহকারী অধ্যাপক

বিনা অনুমতিতে ছাত্রীদের ছবি তোলায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক সহকারী অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ আনলেন যাদবপুরের ছাত্রীরাই। এই প্রসঙ্গে অভিযোগ জানানো হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছেও। অল ইন্ডিয়া স্টুডেস্টস’ অ্যাসোসিয়েশন-এর দায়ের করা অভিযোগের প্রক্ষিতে অধ্যাপককে চিঠিও দেওযা হয়েছে আইসিসি-র তরফ থেকে এমনটাই খবর। এ ব্যাপারে আগামী সাত দিনের মধ্যে অভিযুক্ত অধ্যাপককে লিখিত উত্তর জানাতে হবে বলেও জানানো হয়েছে আইসিসির তরফ থেকে পাঠানো ওই চিঠিতে।

যাদবপুর বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, অধ্যাপকের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি গত বুধবার সুবর্ণ জয়ন্তী ভবনে ওয়ার্ল্ড ভিউ এরিয়ায় সম্মতি ছাড়াই ছাত্রীদের ছবি তোলেন। সেই প্রসঙ্গেই সংশ্লিষ্ট চিঠিতে বলা হয়, অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে আইসিসির কাছে যৌন হয়রানির অভিযোগ আনা হয়। এই চিঠিতে এও বলা হয় যে, ওই সহকারী অধ্যাপক ঘটনার দিন মদ্যপ অবস্থায় ছিলেন। একইসঙ্গে পড়ুয়াদের অভিযোগ, মদ্যপ হয়েই সম্মতি না নিয়ে একাধিক ছাত্রীর ছবি তুলেছিলেন ওই অধ্যাপক। ঘটনাটির প্রসঙ্গে যাদবপুরের আইএসএ-এর যুগ্ম সম্পাদক আকাশ গুপ্তা জানান, ‘একটি গণতান্ত্রিক ক্যাম্পাসে ছাত্রদের গোপনীয়তা লঙ্ঘন এবং নজরদারি করা উচিত নয়। পাশাপাশি এই ধরনের বিকৃত প্রকৃতির কাজ এবং অধ্যাপকের মাতাল অবস্থা শিক্ষার্থীদের, বিশেষত মহিলাদের জন্য ‘নিরাপদ’ জায়গাকে অসুরক্ষিত করে তোলে।’

এদিকে ওই অধ্যাপকের দাবি, ক্যাম্পাসে অবাধে ড্রাগ এবং মদ্যপান করার বিরুদ্ধে আওয়াজ তোলার জন্য়ই তাঁকে নিশানা করা হয়েছে বলে মনে করছেন তিনি। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের চিঠির জবাব দেওয়ার জন্য আইজীবীর পরামর্শ নেবেন অভিযুক্ত অধ্যাপক। যদিও ঘটনাটিতে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি এবং আইসিসি স্বাধীনভাবে তদন্ত চালাবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর চিরঞ্জীব ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − eight =