অশান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাসের চত্বরে ‘শিক্ষাবন্ধু’ কার্যালয়ে আগুন

কলকাতা : শান্ত হচ্ছেই না যাদবপুর বিশ্ববিদ্যালয়। শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ আচমকাই আগুন লাগে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে ‘শিক্ষাবন্ধু’ কার্যালয়ে। তৃণমূল কংগ্রেস সমর্থিত কর্মী সংগঠন ‘শিক্ষাবন্ধু’-র অফিসে আগুন লাগে। কী ভাবে আগুন লাগল তা স্পষ্ট নয়। দমকল পৌঁছে আগুন আয়ত্তে আনে।

উল্লেখ্য, শনিবার যাদবপুরের ওপেন এয়ার থিয়েটারে ওয়েবকুপার বৈঠকে যোগ দেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই বৈঠক শুরু হওয়ার আগে তৈরি হয় উত্তেজনা। ওই সময় বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ভোটের দাবিতে স্লোগান দিচ্ছিলেন বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই, আইসা, ডিএসএফ (ডেমোক্র্যাটিক স্টুডেন্টস’ ফ্রন্ট)-এর সদস্যেরা।

তাঁরা বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট আটকে বিক্ষোভ দেখাতে থাকেন। পাল্টা মানববন্ধন তৈরি করেন তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)-এর সদস্যেরা। বৈঠকে যোগ দিতে এসে বিক্ষোভকারীদের বাধার মুখে পড়েন ব্রাত্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 18 =