উৎকর্ষ শিক্ষা প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট অফ এমিনেন্স-এর শিরোপা পেল না যাদবপুর বিশ্ববিদ্যালয়, নেপথ্যে আর্থিক সংকট

বছরের পর বছর দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলির তালিকায় থাকতে দেখা গেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়কে। এমনকী চলতি বছরেও এনআইআরএফ -এর তরফ থেকে দেসের সেরা বিশ্ববিদ্যালয়গুলির যে তালিকা প্রকাশ করা হয় তাতেওদেশের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে চতুর্থ স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। প্রাদেশিক বিশ্ববিদ্যালয়গুলির মধ্যেও যাদবপুরের স্থান প্রথমে। দেশের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সার্বিক ভাবে এই বিশ্ববিদ্যালয়ের স্থান ত্রয়োদশে। এর সঙ্গে ইঞ্জিনিয়ারিং বিভাগে দশম স্থান, ফার্মাসি বিভাগে অষ্টাদশ স্থান এবং গবেষণা ক্ষেত্রে ১৯তম স্থানে যাদবপুর। জাতীয় স্তরে এত সাফল্য সত্ত্বেও উৎকর্ষ শিক্ষা প্রতিষ্ঠান বা ইন্সিটিটিউট অফ এমিনেন্সের তকমা দেওয়া হচ্ছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়কে। সম্প্রতি রাজ্যের উচ্চশিক্ষা সচিবকে এমনই চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। চিঠি পৌঁছেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়েও।
এদিকে উৎকর্ষ শিক্ষা প্রতিষ্ঠান বা ইন্সিটিটিউট অফ এমিনেন্সের তকমা না পাওয়ার পিছনে যে সব কারণ দেখানো হয়েছে তাতে দেখা যাচ্ছে মূলত আর্থিক টানাটানির জেরেই এই তকমা তাদের জোটেনি। এখানে বলে রাকা শ্রেয়, নিয়মানুসারে দেশের কোনও শিক্ষাপ্রতিষ্ঠান উৎকর্ষ শিক্ষা প্রতিষ্ঠান বা ইন্সিটিটিউট অফ এমিনেন্সের তকমা ত পেতে হলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানকে ১ হাজার কোটি টাকার সাহায্য দেওয়া হয়। তবে সেই টাকার ৭৫ শতাংশ অর্থাৎ ৭৫০ কোটি টাকা দেয় কেন্দ্র সরকার এবং বাকি ২৫ শতাংশ অর্থাৎ ২৫০ কোটি টাকা দেয় রাজ্য সরকার। কিন্তু রাজ্য সরকারের যে আর্থিক অবস্থা তাতে শুধুমাত্র যাদবপুর বিশ্ববিদ্যালয়কে ২৫০ কোটি টাকা দেওয়া সম্ভব নয়। আর তাই কেন্দ্র সরকারও ৭৫০ কোটি টানা বিনিয়োগে রাজি নয়। আর এই টানাপোড়েনের জেরেই যাদবপুরের এবারেও উৎকর্ষ শিক্ষা প্রতিষ্ঠান বা ইন্সিটিটিউট অফ এমিনেন্সের তকমা পেল না। দ্বিতীয়বার শিরোপার তকমা হারাল তারা। প্রসঙ্গত, এর আগেই এই একই রকম ঘটনা ঘটেছিল ২০১৮ সালেও। সেই বছর কেন্দ্র সরকার দেশের অন্য কয়েকটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যাদবপুরকেও উৎকর্ষ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে বেছে নিয়েছিল। কিন্তু সেই সময়ই এই একই সমস্যা মাথাচাড়া দেয়। তার জেরে সেই বছরও শিরোপা পেতে পেতেও তা হাতছাড়া হয় যাদবপুরের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + 15 =