বিদেশ যাওয়ার অনুমতি চাইলেন জ্যাকলিন, আদালতের নোটিশ ইডি-কে

বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে দিল্লির আদালতের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। ১৫ দিনের জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়েছেন অভিনেত্রী, এই সময়ে আবুধাবিতে আয়োজিত আইফা অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে যোগ দিতে চান তিনি। পাশাপাশি ফ্রান্স ও নেপাল ভ্রমণের জন্য আদালতের অনুমতিও চেয়েছেন জ্যাকলিন। জ্যাকলিনের এই আবেদনের প্রেক্ষিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-কে নোটিশ পাঠিয়েছেন অতিরিক্ত দায়রা আদালতের বিচারপতি প্রবীণ সিং। জ্যাকলিনের আবেদনের প্রেক্ষিতে ইডি-র কাছ থেকে প্রতিক্রিয়া জানতে চেয়েছে আদালত। আগামী ১৮ মে পুনরায় শুনানি হবে।

২০০ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় সুকেশের সঙ্গে নাম ডড়ানোর পর থেকেই বিপাকে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। আর্থিক তছরুপের মামলায় জ্যাকলিনের নাম জড়ানোর পর তাঁর বিদেশ যাত্রার উপর স্থগিতাদেশ জারি করা হয়েছে আদালতের তরফে। বিদেশ যাত্রায় স্থগিতাদেশের মধ্যে এবার জ্যাকলিন ফের আদালতের দ্বারস্থ হয়েছেন। ১৫ দিনের জন্য জ্যাকলিন যাতে আবু ধাবিতে যেতে পারেন আইফার জন্য, সে বিষয়ে অনুমতে চেয়ে আবেদন করেন বলিউড অভিনেত্রী। আবু ধাবির পাশাপাশি নেপাল, ফ্রান্সেও যাওয়ার অনুমতি চান জ্যাকলিন ফার্নান্ডেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 9 =