মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে এএফসি কাপের অভিযান শুরু করছে মোহনবাগান। প্রতিপক্ষ আহাল এফকে। চোট আঘাত সমস্যার মাঝেই আহালের বিরুদ্ধে সেরা একাদশ নামাতে বদ্ধপরিকর বাগান কোচ জোসে মোলিনা। মনবীর সিংয়ের চোটের কারণে তিনি দলে একাধিক বিকল্প তৈরি রাখছেন। মনবীরের জায়গায় সম্ভবত খেলতে পারেন কিয়ান নাসিরি। মোলিনা সম্মান করছেন প্রতিপক্ষ আহাল এফকে -কে।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ -এর প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে মোহনবাগান কোচ মোলিনা বলেন, “প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট আমি। আমাদের জন্য এই ম্যাচ বেশ কঠিন হতে চলেছে। এএফসি-তে সবাই বড় দল, প্রতিপক্ষ দল বেশ ভালো। গোয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ভালো খেলেছি। আমরাও নিজেদের নিয়ে আত্মবিশ্বাসী। ছেলেরা এই ম্যাচের জন্য তৈরি রয়েছে।” আহালের সুবিধাজনক দিক হল তাদের লিগ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে ভারতের সেরা লিগ আইএসএল নিয়ে সিদ্ধান্ত এখনও অন্ধকারে। এই বিষয়ে কোচ মোলিনা বিশেষ মুখ খুলতে চাননি। মোলিনার জবাব, “আমি প্রতিপক্ষ নিয়ে কথা বলতে ভালোবাসি না। আমরা প্রমাণ করতে চাই, কেবল ভারতের সেরা দল নয়, এশিয়াতেও নিজেদের প্রমাণ করতে চাই। সবার জন্য এটা বড় সুযোগ। নতুন খেলোয়াড়দের প্রস্তুতিতে আমি খুশি”
চোট সারিয়ে আহাল এফকে ম্যাচে নামতে প্রস্তুত বাগান মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা। তবে কোচ পুরো ৯০ মিনিট তাকে ব্যবহার করতে পারেন, এমনই ইঙ্গিত দিলেন মোলিনা। অনিরুদ্ধ থাপা কতটা তৈরি? জানালেন নিজ মুখেই। থাপা বলেন, “এই ম্যাচ আমাদের জন্য সহজ হবে না। আশা করি ভালো খেলতে পারব এবং ম্যাচ জিতব। আমরা আত্মবিশ্বাসী, গত বছরের অনেক খেলোয়াড়রা রয়েছেন এই দলে। কোচের পরিকল্পনা অনুযায়ী খেলব।”
অন্যদিকে আহাল এফসি কোচ এজিজ ভারতে ও কলকাতার আতিথেয়তায় মুগ্ধ। তিনি বলেন, “ভারতীয়দের ধন্যবাদ, এত উষ্ণ অভ্যর্থনার জন্য। খুব ভালো আতিথেয়তা পেয়েছি। তবে আমরা তিন পয়েন্ট নিয়ে যেতে এসেছি। মোহনবাগান শক্তিশালী দল। আশা করছি জিতে তিন পয়েন্ট নিয়ে দেশে ফিরতে পারব। আমার ছেলেরা তৈরি আছে।”

