নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল বিধায়ক তাপস সাহাকে তলব করেছিল সিবিআই। প্রায় দু’বার নিজাম প্যালেসে তাঁকে ডেকে পাঠিয়েছিলেন গোয়েন্দা আধিকারিকরা। এবার তাপস সাহাকে ঘনিষ্ঠ বলে পরিচিত ইতি সাহাকে তলব কেন্দ্রীয় এজেন্সির। বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। অর্থের বিনিময়ে চাকরির দেওয়ার মামলাতেই ডেকে পাঠানো হয়েছে বলেই সিবিআই সূত্রে খবর। সূত্রের খবর, তদন্তকারীরা মূলত চাকরি সংক্রান্ত বিষয় ছাড়াও তাপস সাহার সঙ্গে তাঁর যোগাযোগের বিষয়টি জানতে চান। তবে তৃণমূল নেত্রী হাজিরা দেবেন বলেই এখনও অবধি খবর। কিন্তু আজ প্রথম নয় এর আগেও গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের মুখে পড়েছিলেন ইতি। তাঁর বাড়িতেও চলেছিল তল্লাশি। এমনকী প্রথমবার তাপস সাহাকে সঙ্গে নিয়েই ইতি সরকারের বাপের বাড়ি বেতাইয়েরই কাছের বিআর আম্বেদকর কলেজেও তল্লাশি চালিয়েছিলেন গোয়েন্দারা।
উল্লেখ্য, আসাতুল্লানগরে শ্বশুরবাড়ি রয়েছে ইতি সরকারের। তিনি তৃণমূলের ব্লক নেত্রী। প্রথমবার সিবিআই তল্লাশির পর তৃণমূল নেত্রী জানিয়েছিলেন, ‘আমি যেহেতু ব্লকের নেত্রী সেই কারণে আমার বাড়িতে কিছু তথ্য জানতে এসেছেন। এর আগে যেহেতু তাপস সাহার বাড়িতে গিয়েছিলেন তাই আমার বাড়িতেও এসেছিলেন।’ বস্তুত, নিয়োগ দুর্নীতি মামলায় এর আগেও সিবিআই তলব পেয়ে নিজাম প্যালেসে হাজিরা দিয়েছিলেন তাপস সাহা। নদিয়ার তেহট্টে তৃণমূল বিধায়কের বাড়িতে তল্লাশিও চালান আধিকারিকরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ১২ জন আধিকারিক তাপসের বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন সে সময়ে। তাপসের আপ্ত সহায়কের বাড়ি, বাড়ির পাশের পুকুরেও তল্লাশি চলে। পুকুর পাড়ে বেশ কিছু নথি পোড়ানোর প্রমাণ পাওয়া গিয়েছিল তখন বলে খবর।