কলকাতা : বাঁচানো গেলো গেলো না নিউটাউনের তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী দ্বৈপায়ন ভট্টাচার্যকে। বুধবার দুপুরে অফিসের ৬ তলা থেকে ঝাঁপ দেন তিনি।
জানা গিয়েছে, দ্বৈপায়নবাবু ও তাঁর স্ত্রী একই বহুজাতিক সংস্থায় কর্মরত ছিলেন। নিহতের সহকর্মীদের তরফে পাওয়া খবর অনুযায়ী, তাঁর স্ত্রী ওই সংস্থার বেশ শীর্ষস্তরের কর্মী ছিলেন। দ্বৈপায়ন অবশ্য তেমন বড় কোনও পদে ছিলেন না।
পেশাগত ক্ষেত্রে বেশ কয়েকদিন কিছু জটিলতার মধ্যেই কাটছিল দ্বৈপায়নের। তাই মানসিক অবসাদে ভুগছিলেন। সে কারণেই সম্ভবত চরম সিদ্ধান্ত নেন বছর পঞ্চাশের ওই ব্যক্তি। তাঁর আকস্মিক মৃত্যুতে হতচকিত সহকর্মীরা।