‘সঞ্চার সাথী’ অ্যাপ ফোনে রাখা বাধ্যতামূলক নয়, ঘোষণা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার

নয়াদিল্লি : সোমবার কেন্দ্রীয় সরকারের এক নির্দেশে তোলপাড় গোটা দেশ। কেন্দ্রের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়, সব স্মার্টফোনে সরকারি সাইবার নিরাপত্তা অ্যাপ ইনস্টল করতেই হবে। সেই অ্যাপটি হল, ‘সঞ্চার সাথী’! তবে সাধারণ মানুষকে এই নিয়ে ব্যতিব্যস্ত হতে হবে না বলেই সাফাই দেয় কেন্দ্র।

এমতাবস্থায় কেন্দ্রীয় টেলিকমমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ‘স্মার্টফোনে সঞ্চারসাথী অ্যাপ রাখা বাধ্যতামূলক নয়।’ তিনি আরও জানিয়েছেন, ‘অপব্যবহার করে অনেকে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা চলছে। সাধারণ মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা। সেই কারণেই সঞ্চার সাথী অ্যাপের নিয়ম তৈরি করা হয়েছে।

এর নেপথ্যে কোনও নজরদারি বা কল মনিটরিং-এর বিষয় নেই। আপনি চাইলে এটি অ্যাক্টিভেট করুন। না চাইলে অ্যাক্টিভেট করবেন না। আপনারা রাখতে চাইলে রাখুন, ডিলিট করতে চাইলে ডিলিট করুন। যদি আপনি সঞ্চার সাথী ব্যবহার না করতে চান, তা হলে ডিলিট বা আনইনস্টল করে দেবেন। এটি অপশনাল। ক্রেতা সুরক্ষার বিষয়। বাধ্যতামূলক কিছু নয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 10 =