নিজস্ব প্রতিবেদন, আসানসোল: ইসরোর স্পেস সেন্টার ও রোভারকে দেখতে আসানসোলবাসীদের ভিড়। কিন্তু এটি সত্যি স্পেস সেন্টার নয়, আসানসোল ট্র্যাফিক কলোনির টাইগার ক্লাবের গণেশ পুজোর এবারের থিম ইসরোর স্পেস স্টেশন। ইসরোর মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্রের আদলে তৈরি এই মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে চাঁদের অভিমুখে যাওয়ার চন্দ্রযানের মুহূর্তটি। এই স্পেস স্টেশনের পাশেই রাখা আছে রোভারের মডেল। আর মণ্ডপের উচ্চতা প্রায় ৩০ ফুট।
মণ্ডপটি তৈরি করেছে জামুরিয়ার এক ডেকোরেটার। যে এলাকায় এই মণ্ডপটি করা হয়েছে সেখানে বেশিরভাগ বাসিন্দা রেলকর্মী ও তাঁদের পরিবারের লোকজন। ক্লাবের সদস্য ভানু বোস জানান, এবারে তাঁদের বাজেট চার লক্ষ টাকা এবং এবার তাঁদের পুজো ২১তম বর্ষ। তিনি জানান, চন্দ্রযান তিন সারা বিশ্বের কাছে ভারতের সম্মান এই জায়গায় প্রতিষ্ঠিত করেছে, তাই ক্লাব সদস্যরা সহমত হয়ে নির্দ্বিধায় এই মণ্ডপ তৈরির পরিকল্পনা করেন।