গত পাঁচ বছরে ১৯ টি দেশের ১৭৭ টি উপগ্রহের সফল উৎক্ষেপণ ইসরোর

বিগত পাঁচ বছরে একাধিক বিদেশি উপগ্রহের সফলভাবে উৎক্ষেপণ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। আর তারই জেরে বিপুল অঙ্কের আয়ও করেছে ভারতীয় মহাকাশ গবেষণা এই সংস্থা। এদিকে সংসদে ইতিমধ্যেই কেন্দ্রীয় পরমাণু শক্তি ও মহাকাশ প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং জানান যে, গত পাঁচ বছরে ইসরো ১৯ টি দেশের ১৭৭ টি উপগ্রহ বা স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করেছে। আর তারই জেরে ইসরো আয় করেছে ১,১০০ কোটি টাকা। একইসঙ্গে তিনি এও জানান, এই ১৯ টি দেশের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, কলম্বিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, ইজরায়েল, ইতালি, জাপান, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, স্পেন, সুইজারল্যান্ড, ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এদিকে ২০২২-এর জুলাইয়ে ইসরোর তরফ থেকে জারি করা এক বিবৃতিতে এও জানানো হয়, তারা তাদের তার সমস্ত পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল মিশনের মাধ্যমে বিদেশি উপগ্রহ উৎক্ষেপণ থেকে প্রায় ১,৮৫০ কোটি আয় করেছে।

এখানে একটি তথ্য দিয়ে রাখা শ্রেয় যে, ২০২২-এর শুরুতেই ইসরো এলভিএম-৩ এর একটি একক মিশনে ৩৬ টি ওয়ানওয়বে উপগ্রহ উৎক্ষেপণ করেছে। এরই পাশাপাশি স্কাইরুট অ্যারোস্পেস নামের এক ভারতীয় কোম্পানি ইসরোর সহযোগিতায় গত ১৮ নভেম্বর, ২০২২-এ একটি ব্যক্তিগতভাবে তৈরি রকেট লঞ্চ করে করে। যা ভারতের ইতিহাসে প্রথম। আর এই অভিযানেই ‘বিক্রম-এস’ রকেটের সফল উৎক্ষেপণ করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × three =