হেজবোল্লার হামলায় মৃত্যু হল ইজরায়েলের এক শীর্ষ সেনা আধিকারিকের। তেল আভিভের দৈনিক সংবাদপত্র ইয়েদিওথ আহরোনোথ সূত্রে খবর, রবিবার রাতে লেবানন সীমান্তে ইজরায়েলি সেনার সঙ্গে তীব্র লড়াই হয় হেজবোল্লা গোষ্ঠীর। নুরিত এলাকার সেনা ঘাঁটিতে হামলায় মৃত্যু হয় এক ইজরায়েলি সেনা আধিকারিকের। সোমবার এই ঘটনার কথা বিবৃতি দিয়ে জানায় ইহুদি দেশটির সেনা। এই হামলার দায় স্বীকার করেছে হেজবোল্লা। উল্লেখ্য, গাজায় উত্তপ্ত হয়ে আছে ইজরায়েল-লেবানন সীমান্তও। হেজবোল্লার সঙ্গে লড়াই চলছে ইজরায়েলি ফৌজের
হামাসের আক্রমণে আগেই রক্তাক্ত হয়েছে ইজরায়েল। তাদের দোসর হয়ে লেবানন থেকে আক্রমণ শুরু করেছে শিয়া জঙ্গি সংগঠন হেজবোল্লা। লেবাননের এই শিয়া জঙ্গি সংগঠনটি জানিয়েছে, সীমান্ত লাগোয়া ইজরায়েলের পাঁচটি সামরিক ঘাঁটি নিশানা করেছিল। দক্ষিণ লেবাননে ইজরায়েলের আক্রমণে যে সাংবাদিক ও সাধারণ বাসিন্দাদের মৃত্যু হয়েছে তার বদলা নিতেই ছিল এই হামলা।
এদিকে, হামাসের সঙ্গে লড়াইয়ে হেজবোল্লাকে না জড়ানোর কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।