ইজরায়েলি সেনার অভিযানে মৃত্যু হয়েছে ১০ প্যালেস্তিনীয়র। বৃহস্পতিবার ওয়েস্ট ব্যাঙ্কে জঙ্গি বিরোধী অভিযান চালায় ইজরায়েলের সেনা। বছরের শুরুতেই এটিই সবথেকে বড় জঙ্গিদমন অভিযান। এই অভিযানে সব থেকে বেশি প্যাসলেস্তাইনবাসীর মৃত্যু হয়েছে।
ওয়েস্ট ব্যাঙ্কের উত্তরাংশে জেনিন শহরে অভিযান চালায় ইজরায়েলি সেনা। সেখানকার শরণার্থী শিবিরেও চলে অভিযান। অভিযানে ইজরায়েলি হামলায় ওই এলাকারই ১০ জনের মৃত্যু খবর পাওয়া গিয়েছে। এ ছাড়াও ২০ জনের বেশি এই হামলায় আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। প্যালেস্তাইনের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ইজরায়েলি সেনার ছোড়া গুলিতে রামাল্লার কাছে প্যালেস্তাইনীয়দের মৃত্যু হয়েছে।
ইজরায়েলি সেনার তরফে জানানো হয়েছে, ‘ইসলামিক জিহাদি স্কোয়াডের সদস্যদের আটক করতে জঙ্গিদমন অভিযান’ চালানো হয়েছে। এবং জঙ্গি মোকাবিলায় গুলিও চালিয়েছে সেনা।