ভূমিকম্পের ২ সপ্তাহের মধ্যেই সিরিয়ায় হামলা ইজরায়েলের

ভূমিকম্পের ধাক্কায় জনজীবন বিপর্যস্ত হয়েছিল সিরিয়ার (Syria) ওই এলাকায়। এবার সেখানকারই আবাসনে আছড়ে পড়ল ইজরায়েলের (Israel) ক্ষেপণাস্ত্র। মৃত কমপক্ষে ১৫ জন। সিরিয়ান অবজার্ভেটরি ফর হিউম্যান রাইটসের তরফে এই কথা জানানো হয়েছে। এর আগে ২ জানুয়ারি ভোররাতে সিরিয়ার রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল ইজারায়েলি সেনা। সেই হামলায় ২ জন মারা যান। আহত হয়েছিলেন ২ জন।

দামাস্কাসের আবাসন লক্ষ্য করে এদিন ক্ষেপণাস্ত্র ছোঁড়ে ইজরায়েল। কিন্তু এভাবে আবাসনকে লক্ষ্য করে হামলা এর আগে প্রায় দেখা যায়নি। উল্লেখ্য, যে অঞ্চলে এই হামলা সেটি সিরিয়ার উচ্চ নিরাপত্তা বলয়ের মধ্যে পড়ে। ভাইরাল হয়েছে হামলার ভিডিও। দেখা গিয়েছে এক ১০ তলা বাড়িতে ক্ষেপণাস্ত্র কীভাবে আছড়ে পড়ছে। সেই আঘাতে বাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + five =