আইএসএল নিয়ে স্বস্তির খবর দিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সম্ভবত এই সপ্তাহের শেষের দিকেই ঘোষণা হতে পারে আইএসএলের দিনক্ষণ। যদিও ফেডারেশনের গঠিত তিন সদস্যর কমিটির প্রস্তাব গৃহীত হওয়ার পর সব কিছু সমাধান হয়নি। তবে ফেডারেশন বড়সড় ভুল করে বসে। কার্যনির্বাহী কমিটির সদস্যদের অনুমোদন ছাড়াই বিবৃতি দিয়ে ঘোষণা করে দেওয়া হয় আইএসএল নিয়ে স্বস্তির খবর। ফলে ক্লাবদের প্রস্তাব পাঠানোর প্রক্রিয়া এখনই শুরু করতে পারছে না এআইএফএফ। সোমবার ফেডারেশনের ফিনান্স কমিটির সঙ্গে বৈঠকে বসবেন কর্তারা। এরপর একদিন বৈঠক করা হবে কার্যনির্বাহী কমিটির সঙ্গে। সেখানে অনুমোদন পেলেই ক্লাবগুলির কাছে প্রস্তাব পাঠাতে পারবে ফেডারেশন।
তবে ক্লাবগুলি ফেডারেশনকে যেসব শর্ত দিয়ে রেখেছে, তার মধ্যে অন্যতম হল ব্রডকাস্ট। ফেডারেশন ভেবেছে, ৫ কোটি টাকা তারা দেবে, বাকি টাকাটা ক্লাবরা দেবে। ব্রডকাস্টিংয়ের বিষয়টি ক্লাবরাই দেখভাল করুক। তবে ফেডারেশনের কারোর কারোর মতে আবার ব্রডকাস্টিং, প্রোডাকশন বিষয়ক যা আছে তা থাকুক ফেডারেশনের হাতে।
অন্যদিকে আগামী ৫ জানুয়ারি শীর্ষ আদালত খোলার পরেই ভারতীয় ফুটবলের যাবতীয় জট খোলার সম্ভাবনা দেখা যাচ্ছে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এবং এফএসডিএল-এর মধ্যে চলা দড়ি টানাটানির জেরে থমকে রয়েছে দেশের প্রধান ফুটবল লিগ। সূত্রের খবর, ফেডারেশনের এক বরিষ্ঠ কর্তা ইঙ্গিত দিয়েছেন যে, আদালতের নির্দেশ মিললে বাণিজ্যিক স্বত্ব অর্থাৎ ‘কমার্শিয়াল রাইটস’-এর জন্য নতুন করে টেন্ডার ডাকতে পারে এআইএফএফ। আগামী ১৫ জানুয়ারি টেন্ডার ডাকা হবে। ৩১ জানুয়ারির মধ্যে নতুন কমার্শিয়াল পার্টনার ঠিক হয়ে যাবে।

