আইএসএল নিয়ে অবশেষে কেটেছে জট। মঙ্গলবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য ঘোষণা করেছেন, আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইএসএল। ১৪ টি ক্লাব নিয়েই হবে আইএসএল। ক্লাবগুলিকেও জানিয়ে দেওয়া হয়েছে, আইএসএলের সম্ভাব্য রোডম্যাপ। তবে সমস্যা অন্য জায়গায়। আইএসএলে এবার হবে কম ম্যাচ। এই কম ম্যাচের জন্য এত টাকা বেতন দিয়ে ফুটবলারদের রাখা মুশকিল হয়ে দাঁড়িয়েছে আইএসএল ক্লাবগুলির। ফলে আইএসএল বাঁচাতে কমাতে হতে পারে ফুটবলারদের বেতন।
এই বিষয় নিয়েই সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক বার্তা দিয়েছেন বেঙ্গালুরু এফসি কর্ণধার পার্থ জিন্দাল। এক্স হ্যান্ডেলে পার্থ জিন্দাল লেখেন, “বর্তমান ফর্ম্যাটে আইএসএল খেলতে গেলে সকল ক্লাবকেই বিপুল ত্যাগ স্বীকার করতে বলা হচ্ছে। যা সত্যিই অভাবনীয়। লিগ না হলে এর পরিণতি অত্যন্ত উদ্বেগজনক হবে। এই সুযোগে মাননীয় ক্রীড়ামন্ত্রীকে তাঁর হস্তক্ষেপ ও প্রস্তাবের জন্য ধন্যবাদ জানাতে চাই। আশা করি, ফুটবলাররা ক্লাবগুলির উপর পড়া অতিরিক্ত আর্থিক চাপটা বুঝবেন। তাঁরাও ত্যাগ স্বীকার করতে রাজি হবেন। কারণ আমরা একই সঙ্গে এই পরিস্থিতির মধ্যে রয়েছি। ফুটবলের প্রতি ভালোবাসা থেকেই এটা করছি। এই বছরের যা আর্থিক হিসেব, তাতে খেলোয়াড়দের সাহায্য ছাড়া অনেক ক্লাবের পক্ষেই টিকে থাকা অসম্ভব। হয়তো অনেকেই তাদের কার্যক্রম বন্ধ করে দিতে হতে পারে।”
অন্যদিকে আইএসএল নিয়ে ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার বলেন, “আমাদের ক্লাবের তরফ থেকে সব সময় বলা হয়েছিল, লিগ হবে। সেই বিশ্বাসটা ছিল, থাকবেও। তবে শুধু ইস্টবেঙ্গল নয়, যারা ইনভেস্ট করে তাদের কথাও ভাবতে হয়। খেলোয়াড়দের কথাও ভাবতে হবে। তাই ফুটবলাররা যদি খুশিতে রাজি হন, তাহলে তো ভালোই।”
মঙ্গলবারের বৈঠকে ক্লাবগুলির কাছে আইএসএলের সম্ভাব্য রোডম্যাপ জানিয়ে একটি প্রস্তাব দেওয়া হয়েছে। তবে আর্থিক সমস্যা এখনও রয়েছে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন ২০২৫-২৬ মরশুমের আইএসএল ‘সিঙ্গেল-লেগ হোম অ্যান্ড অ্যাওয়ে’ ফরম্যাটে আয়োজন করার জন্য একটি অভ্যন্তরীণ বাজেট প্রস্তুত করেছে। হোম অ্যান্ড অ্যাওয়ে ফর্ম্যাটে হওয়ার পর যেমন নকআউট হয় তেমনটাই হবে। যার আনুমানিক খরচ ২৪.২৬ কোটি টাকা। এর বিপরীতে, ক্লাবগুলোর দেওয়া হিসেব অনুযায়ী, ‘সেন্ট্রালাইজড’ বা একটি নির্দিষ্ট কেন্দ্রে টুর্নামেন্ট আয়োজন করতে খরচ হতে পারে প্রায় ৩৮ কোটি টাকা। লিগ আয়োজনের মোট খরচ ঠিক করা হয়েছে ২৪ কোটি ২৬ লক্ষ টাকা। এর মধ্যে এআইএফএফ দেবে ৯ কোটি ৭৭ লক্ষ টাকা। বাকি টাকা ক্লাবগুলি দেবে।

