কাবুলে চিনা হোটেলে হামলার দায় স্বীকার করল আইএস, নিহত তিন জঙ্গি

কাবুলে বিদেশি ব্যবসায়ীদের হোটেলে হামলা চালানোর ঘটনায় খতম হামলার সঙ্গে জড়িত তিন জঙ্গি। পাশাপাশি, এই ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।প্রসঙ্গত সোমবার প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুলের লংগান হোটেল। তার পরেই এক নাগাড়ে গুলি চলতে থাকে হোটেলের ভিতরে। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা শহরে।

আইসিস জঙ্গি গোষ্ঠীর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, তাদের দুই কর্মী কাবুলে চিনা কূটনীতিক এবং ব্যবসায়ীরা থাকা অবস্থায় একটি বড় হোটেলে আক্রমণ করে। যেখানে তারা দু’টি ব্যাগে লুকিয়ে রাখা বিস্ফোরকের মাধ্যমে বিস্ফোরণ ঘটায়। তাদের সদস্যরা হোটেলের অতিথিদের লক্ষ্য করে গুলি চালায় বলেও আইএস বিবৃতিতে জানিয়েছে।

তালিবান মুখপাত্র খালিদ জাদরান বলেছেন, ‘হামলাটি কয়েক ঘণ্টা ধরে চালানো হয়। তবে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’ হামলার সময় দুই বিদেশি ব্যবসায়ী হোটেলের বারান্দা থেকে লাফ দিয়ে পালানোর সময় আহত হন। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে জানা গিয়েছে, কাবুলের শহর-ই-নাউ এলাকায় হামলা হওয়া ওই হোটেলের কাছে থাকা হাসপাতালে ২১ জনকে ভর্তি করানো হয়। এদের মধ্যে তিনজন মারা গিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =