বঙ্গে ভোট আর অশান্তি হবে না ভাঙড়ে এ কথা বলা যায় না। ভোটের আগের দিন থেকেই উত্তপ্ত ছিল ভাঙড়। আর তারই রেশ দেখা যায় শনিবারেও। সপ্তম দফা ভোট শুরুর আগে থেকেই অশান্তি শুরু হয় সেখানে। কার্যত আইএসএফ তৃণমূলের মধ্যে বাধে খণ্ডযুদ্ধ। বুথ এজেন্ট বসাতে গেলে আইএসএফ-এর উপর হামলার অভিযোগ ওঠে। দু’পক্ষের হাতাহাতিতে আহত বেশ কয়েকজন। গুলিবিদ্ধ হন আইএসএফ কর্মী।
এদিকে যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য জানান, ভাঙড় ভগবানপুর গ্রাম পঞ্চায়েত থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলছে। প্রশাসনকে বলেছি ব্যবস্থা নিতে। শনিবার সকাল থেকেই বিভিন্ন অভিযোগ আসছে। তৃণমূল বোমা-গুণ্ডামি, দুষ্কৃতী দিয়ে ভোট যাতে ঠিকঠাকভাবে না হয় সেই চেষ্টা করছে।