পাকিস্তানকে দেখেই কি বাড়তি জোশ? কে এই মার্কিন যুক্তরাষ্ট্রের সুপার ওভার সেনসেশন সৌরভ!

লোকেশ রাহুল, জয়দেব উনাদকাট, মায়াঙ্ক আগরওয়াল, হর্ষল প্যাটেল, সন্দীপ শর্মা এই নামগুলো চেনা? ভারতীয় ক্রিকেটপ্রেমীরা এই নামগুলো জানবেন না, তা আবার হয় নাকি! তাঁদেরই সতীর্থ বিশ্বকাপে চমক দেখাচ্ছেন। তবে বয়সভিত্তিক ক্রিকেটের মতো ভারতের জার্সিতে নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপ চলছে। গ্রুপ এ-তে রয়েছে অন্যতম আয়োজক আমেরিকা। তাদের টিমেরই বাঁ হাতি পেসার সৌরভ নেত্রভালকর। পাকিস্তানকে হারানোর ক্ষেত্রে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন। সুপার ওভারে তাঁর বোলিংয়েই জয় নিশ্চিত করেছে আমেরিকা।

সুপার ওভারে পাকিস্তানকে ১৯ রানের টার্গেট দিয়েছিল আমেরিকা। ফয়সালা না হলে আবারও সুপার ওভার হত। তা অবশ্য হতে দেননি সৌরভ। একটা ওয়াইড বলে চাপ বাড়ালেও দ্রুতই সামলে নেন। মাত্র ১৩ রান ওঠে বাঁ হাতি পেসার সৌরভের ওভারে। টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নেয় আমেরিকা। পাকিস্তানকে হারানোর নেপথ্যে ভারতের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলা সৌরভ নেত্রভালকরই। তাঁর আরও অনেক সাফল্যই রয়েছে।

সৌরভের জন্ম মুম্বইতে। ২০১০ সালে ভারতের হয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলেছিলেন। মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে একটি ম্যাচও খেলেছেন। যদিও কেরিয়ার এগোয়নি। সতীর্থরা ভারতীয় ক্রিকেটে ডানা মেলতে শুরু করলেও পিছিয়ে পড়েন সৌরভ। পেশাগত দিক থেকে তিনি একজন সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারও। ওরাক্যল কোম্পানিতে সিনিয়র সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারের পদে রয়েছেন। কোডিংই তাঁর প্রাথমিক কাজ। বাজাতে পারেন ওকুলেলের মতো বাদ্যযন্ত্রও। এমন অনেক প্যাশনই রয়েছে তাঁর। কিন্তু সব কিছুর উর্ধ্বে ক্রিকেটই তাঁর প্রথম পছন্দ রয়ে গিয়েছে।

অশোক মানেরিয়ার নেতৃত্বে ২০১০ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে ভারতের জার্সিতে খেলেছিলেন। বাবর আজমের পাকিস্তানের বিরুদ্ধে ২৩ ওভারের ম্যাচে ৯ উইকেটে মাত্র ১১৪ রান করেছিল ভারত। মরিয়া লড়াই করলেও সৌরভ সেবার জয়ের স্বাদ পাননি। ৩ বল বাকি থাকতে ২ উইকেটে জিতেছিল পাকিস্তান। সৌরভ ৫ ওভারে ১টি মেডেন সহ মাত্র ১৬ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন। আর এ বার বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তানকে হারানোর স্বাদ। ভারতের বিরুদ্ধে ম্যাচে যে আবেগে ভাসবেন সৌরভ, বলার অপেক্ষা রাখে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =