টেস্ট দল থেকে কি পূজারার ছুটি হতে চলেছে?

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর মাসখানেকের বিশ্রামে ভারতীয় দল। গত সপ্তাহের ওভাল বিপর্যয় নিয়ে এখন কাঁটাছেঁড়া চলছে। ২০৯ রানের লজ্জাজনক হার। ২০২১-২৩ ডব্লিউটিসি সাইকেলে শেষটা ভারতীয় দলের জন্য ছিল প্রবল নিরাশাজনক। ২০২৩-২৫ এ সেই হতাশা চায় না ভারত। তাই নড়েচড়ে বসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী মাসে ভারতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর। দুটি ম্যাচের টেস্ট সিরিজ ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। সূত্রের খবর, ক্যারিবিয়ান সফরে ভারতীয় দলে একঝাঁক পরিবর্তন হতে পারে। বিশেষ করে টেস্ট দলে। টিম ইন্ডিয়ার কয়েকজন সিনিয়র ক্রিকেটারের উপর খাঁড়া নেমে আসতে পারে। এই সিনিয়রদের মধ্যে প্রথমেই যাঁর নাম উঠে আসছে তিনি হলেন চেতেশ্বর পূজারা। টেস্ট দলে তাঁর জায়গা নিতে পারে ২১ বছরের এক তরুণ। ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, রাজস্থান রয়্যালসের তারকা ওপেনার যশস্বী জয়সওয়াল জায়গা নিতে পারেন পূজারার। ২০২৩ আইপিএলে যশস্বীর ব্যাটে ভেঙেছে বহু রেকর্ড। ঘরোয়া ক্রিকেটেও তাঁর পারফরম্যান্স ভালো। ডব্লিউটিসি ফাইনালে স্ট্যান্ড বাই ওপেনার হিসেবে ডাক পেয়েছিলেন যশস্বী। মূল দলে ডাক পাওয়ার অপেক্ষা করছেন। বিসিসিআই এখনও পর্যন্ত দল ঘোষণা করেনি। তবে প্রবল জল্পনা, ২১ বছরের যশস্বী ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট টিমে প্রবেশ করতে পারেন। চেতেশ্বর পূজারার পরিবর্তে লাল বলের ফরম্যাটে জাতীয় দলের জার্সি গায়ে চড়াতে প্রস্তুত তিনি। মূলত ওপেনার ব্যাটার যশস্বীকে সেক্ষেত্রে ৩ নম্বরে ব্যাট করতে হবে। ঘরোয়া ক্রিকেটেও তিন নম্বরে ব্যাট করতে নামেন যশস্বী। সৌরাষ্ট্রের হয়ে চেতেশ্বর পূজারা এ বারের পারফরম্যান্স মোটেও আহামরি নয়। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পুরোপুরি ব্যর্থ। জাতীয় দলের হয়ে লাগাতার ব্যর্থতার জেরে পূজারাকে নিয়ে বড় সিদ্ধান্ত নিতে তৈরি নির্বাচন কমিটি। আপাতত ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল ঘোষণার অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen + six =