গাজা, ১২ নভেম্বর: গাজায় ইজরায়েলের হামলা নিয়ে এবার সরাসরি আমেরিকাকে তোপ দাগলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সম্প্রতি মধ্য গাজার আল শিফা নামে একটি হাসপাতালে যুদ্ধের মর্মান্তিক ছবি সামনে এসেছে। যুদ্ধের মধ্যে পড়ে প্রাণ হারিয়েছে দুই সদ্যোজাত। আশঙ্কাজনক অবস্থা আরও ৪৫ শিশুর। এই পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্ট আমেরিকাকে তোপ দেগে জানান, ইজরায়েল-হামাস যুদ্ধের জন্য দায়ী আমেরিকা। তাঁর দাবি, গাজায় সামরিক অভিযানের অভিযোগে সত্ত্বর ইজরায়েলের তেল ও পণ্য নিষেধাজ্ঞা জারি করা উচিত।
সম্প্রতি সৌদি আরবে আয়োজিত আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনে গাজার পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সেখানেই ইজরায়েলকে সামরিক ভাবে সাহায্য করার জন্য আমেরিকার তীব্র নিন্দা করে দাবি করেন, ইহুদিরা অবরুদ্ধ গাজায় সাতটি পারমাণবিক বোমার সমান বোমা ফেলেছে। ইজরাইল আমেরিকার অবৈধ সন্তান বলে তোপ দেগে রাইসি দাবি করেন, ‘মার্কিন সরকার এর প্রধান অপরাধী এবং সহযোগী। হাজার হাজার প্যালিস্তিনীয় শিশুদের পবিত্র জীবন নয়, বরং ওদের সমর্থন করেছে আমেরিকা।’ তাঁর আরও দাবি, ‘ইহুদি শাসককে গাজার নিরপরাধ, অসহায় জনগণের বিরুদ্ধে অপরাধমূলক অভিযান চালাতে প্ররোচনা দিয়েছে মার্কিন সরকার, এমনকি এই বর্বোরচিত ঘটনাকে বৈধ প্রতিরক্ষামূলক নীতি বলেও ঘোষণা করেছে।’