গত অগস্ট মাসে আমেরিকার নিউ ইয়র্কে রুশদির উপর হামলাকারী হাদি মাতারকে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে ইরান। জানা গিয়েছে ইরানের (Iran) একটি সংস্থা সাহসিকতার পুরস্কার হিসাবে হামলাকারীকে ১ হাজার বর্গমিটার চাষের জমি দিয়েছে। প্রসঙ্গত, ৩৩ বছর আগে রুশদিকে হত্যা করার নিদান দিয়েছিলেন ইরানের তৎকালীন শাসক আয়াতোল্লা খোমেইনি। তারপর থেকেই অজ্ঞাত ঠিকানায় বাস করেন বিখ্যাত লেখক।
ছুরির কোপে একটি চোখের দৃষ্টি হারিয়েছেন। একটি হাতও অকেজো হয়ে গিয়েছে স্থায়ী ভাবে। জখম হয়েছে ঘাড়ের স্নায়ুও। ভারতীয় বংশোদ্ভূত লেখক সলমন রুশদির এই হাল দেখে বেজায় খুশি ইরান সরকার।
গত ১২ অগস্ট একটি অনুষ্ঠানে রুশদিকে আক্রমণ করে হাদি মাতার নামে এক যুবক। ইরানের একটি মৌলবাদী সংস্থার তরফে বলা হয়েছে, ‘রুশদিকে আক্রমণ করে তাঁর একটি চোখ ও হাত অকেজো করে দিয়েছে এই মার্কিন তরুণ। মুসলিমদের খুশি করেছে তাঁর এই কাজ। ধন্যবাদ জানাই এই তরুণকে।’ এই কথা প্রকাশ করেছে ইরানের জাতীয় টিভি।