কলকাতা এবং রাজ্য পুলিশে পদোন্নতি বহু শীর্ষ কর্তার

কলকাতা থেকে রাজ্য পুলিশ সহ বিভিন্ন পুলিশ কমিশনারেটের কর্তাদের পদোন্নতির খবর দিল নবান্ন। যাঁরা আইজিপি থেকে এডিজি পদে উন্নীত হলেন। এই তালিকায় রয়েছে রাজ্য পুলিশের মনোজ কুমার ভার্মা থেকে শুরু করে আরও অনেকেই। নবান্ন থেকে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে, এই তালিকায় রয়েছেন মনোজ কুমার ভার্মা। যিনি অ্যাডিশনাল ডিরেক্টর সিকিউরিটির দায়িত্বে ছিলেন। সঙ্গে তিনি ছিলেন রাজ্য়ের ল অ্যান্ড অর্ডার-এর আইজিপিও। এছাড়াও এই তালিকায় রয়েছেন ত্রিপুরারি অথর্ব। যিনি রাজ্য পুলিশের পার্সোনেল বিভাগের আইজিপি ছিলেন। একইসঙ্গে রাজ্য গোয়েন্দা দপ্তর সিআইডির আইজিপি আনন্দ কুমার, ড. অনির্বাণ রায়, যিনি রাজ্য পুলিশের ট্রেনিংয়ের দায়িত্বে ছিলেন তাঁরও পদোন্নতি হয়েছে। এর পাশাপাশি রাজ্য পুলিশের আর্মড ফোর্সের দায়িত্বে থাকা অশোক কুমার প্রসাদ, কলকাতা পুলিশের অ্যাডিশনাল কমিশনার হরি কিশোর কুসুমাকার, কলকাতা পুলিশের অ্যাডিশনাল কমিশনার লক্ষ্মী নারায়ণ মিনারও পদোন্নতি হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।

এছাড়াও এর পাশাপাশি ডিআইজি থেকে পদোন্নতি হয়ে ইনস্পেক্টর জেনারেল অফ পুলিশ হয়েছেন বেশ কিছু পুলিশ কর্তা, এমনটাও জানানো হয়েছে নবান্ন সূত্রে। এঁদের মধ্যে রয়েছেন বিধাননগর পুলিশ কমিশনারেটের কমিশনার গৌরব শর্মা, রাজ্য পুলিশের ট্র্যাফিকের দায়িত্বে থাকা সুকেশ কুমার জৈন, রাজ্য পুলিশে ডিআইজি (হেড কোয়ার্টার) শিস রাম ঝাঝারিয়া, শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের কমিশনার অখিলেশ কুমার, কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর, ডিআইজি রেল আন্নাপ্পা ই,  স্টেট ক্রাইমস রেকর্ডস ব্যুরোর ডিআইজির দায়িত্বে থাকা নীলু শেরপা, কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার অফ পুলিশ শুভঙ্কর সিনহা সরকার, কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার অফ পুলিশ কল্যাণ মুখোপাধ্যায়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − nine =