আইপিএল: ‘ডাবল সেঞ্চুরিতে’ নারাইনের দারুণ কীর্তি

কলকাতা : আইপিএলে বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের রান তাড়ায় নিজের দ্বিতীয় ওভারে মেন্ডিসের উইকেটটি নেন নারাইন। আর সেই উইকেট কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে তার ২০০তম উইকেট।

বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেন ক্যারিবিয়ান এই স্পিনিং অলরাউন্ডার। প্রথম জন হলেন সামিত প্যাটেল। নটিংহ্যামশায়ারের হয়ে বাঁ-হাতি এই ইংলিশ স্পিনিং অলরাউন্ডারের উইকেট ২০৮টি।

ইংল্যান্ডের আরেক দল হ্যাম্পশায়ারের হয়ে ১৯৯ উইকেট নিয়ে এই তালিকায় তিন নম্বরে আছেন বাঁহাতি ইংলিশ পেসার ক্রিস উড। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১৯৫ উইকেট নিয়ে চারে প্রাক্তন লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা। গ্লস্টারশায়ারের হয়ে ১৯৩ উইকেট নিয়ে পাঁচে আছেন ইংলিশ পেসার ডেভিড পেইন। আর মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ১৬৮ উইকেট নিয়ে ৬ নম্বরে আছেন জাসপ্রিত বুমরাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + five =