‘মন ভাঙলেন’ অম্বানি! আর বিনামূল্যে দেখা যাবে না IPL
সম্প্রতি প্রায় ৭০ হাজার কোটি টাকায় দেশের অন্যতম ওটিটি প্ল্যাটফর্ম কিনে নিয়েছে মুকেশ অম্বানির সংস্থা রিলায়েন্স জিও। এর আগে পর্যন্ত Hotstarr ছিল Wall Mart কোম্পানির আওতাধীন। যা আপাতত সেই হাত ঘুরে এসে পৌঁছেছে দেশের সর্ববৃহৎ ধনকুবের মুকেশ অম্বানির হাতে।
আর সেই নতুন প্ল্যাটফর্ম অধিগ্রহণ করতেই ক্রিকেটপ্রেমীদের জন্য বড় কাঁটা ফেলে দিলেন অম্বানি। সোমবার, Hotstar তরফে জানানো হয়েছে, বিনামূল্য তাদের অ্য়াপে IPL দেখা বন্ধ করতে চলেছে তারা। সংস্থার দাবি, এবার থেকে IPL দেখতে প্রতিটি গ্রাহককে কিনতে হবে ২৯৯ টাকার একটি সাবস্ক্রিপশন প্ল্যান।
উল্লেখ্য, ডিজনি কিংবা জিও-র আওতাধীন হওয়ার আগে গ্রাহকদের বিনামূল্যেই IPL দেখাত হটস্টার। সেই সময়কালে মূলত গ্রাহকদের মধ্য়ে নিজেদের চাহিদা তৈরি করতেই এই কৌশল নিয়েছিল ‘স্টার ইন্ডিয়া’। পরবর্তীতে স্টার ইন্ডিয়ার থেকে হটস্টারকে ডিজনি কিনে নিলে, এই অ্যাপে শুরু হয় অন্যান্য কনটেন্টে সাবস্ক্রিপশন পদ্ধতি। তবে তখনও গ্রহণযোগ্যতার কথা মাথায় রেখে বিনামূল্যেই গ্রাহকদের IPL দেখিয়েছে ডিজনি প্লাস হটস্টার।
২০২৩ সালে তারা IPL: স্ট্রিমিংয়ের উপর সাবস্ক্রিপশন চাপালে, কৌশল আঁটে ‘জিও সিনেমা’। বিনামূল্যে খেলা স্ট্রিমিং করতে শুরু করে তারা। যার জেরে IPL ও অন্যান্য ম্যাচের সময় বিরাট ভাবে ধাক্কা খায় ডিজনি প্লাস হটস্টারের ব্য়বসা। আর সেই চাপকে হাতিয়ার করেই চলতি বছর হটস্টার কিনে নেয় অম্বানির সংস্থা। এবার ব্যবসায়িক কৌশলেই সেই হটস্টারকেই সাবস্ক্রিপশন ভিত্তিক করতে নেমে পড়েছে জিও। অন্যান্য কন্টেন্ট দেখার জন্য সাবস্ক্রিপশনে কিছুটা ছাড় দিলেও, দু’বছর পর এবার বিনামূল্যে খেলা দেখানোয় বাঁধ টানল তারা। জানা গিয়েছে, এবার থেকে IPL দেখতে গ্রাহকদের রিচার্জ ২৯৯ টাকার প্ল্যানের।